.. তোমার প্রতি এতোটা অভিমান জমেছে আমার মনে নিজেও বুঝতে পারি নাই। তুমি কি কখনো লক্ষ্য করেছ বৃষ্টির দিনে গাড়ির সামনের কাঁচে কেমন করে পানির ফোটা গুলো জমে? তারপর একটা পানির ফোটার সাথে আর একটা পানির ফোটা মিলে যায়! ঠিক তেমনি করে আমার অভিমান গুলো ও একটার সাথে আর একটা মিলে গেছে। তবে তোমার উপর বেশীক্ষন অভিমান করে থাকতে পারি না, কারন আমার অভিমান কে তুমি স্থায়ী হতে দাও না। একটা এসএমএস দিয়ে, কিনবা ফোনে একটু কথা বলে এক ঝটকায় সব অভিমান দুর করে দাও।
হাজারো মানুষের ভীড়ের মাঝে আমার অবচেতন মন তোমাকে খুঁজে, কাজল দেওয়া গভীর কালো চোখ আর মিস্টি হাসি চোখের সামনে নেচে উঠে।
আগে আমাকে এত ঘন ঘন ফোন করতে, এতো বেশী আমার খোঁজ নিতে যে কাজের চাপে সব ফোন রিসিভ করতাম না। কখনো ফোন কেটে দিতাম। কখনো বা পরে ফোন দিবো বলে সারাদিন কেটে যেত।
তোমার প্রতি যে অবহেলা হয়েছে তা এখন বুঝতে পারি। তুমি ভেজা চোখের ছবি তুলেও আমাকে পাঠিয়েছ।
এখন বুঝতে পারি প্রিয় মানুষের অবহেলা কিভাবে সব কিছু এলোমেলো করে দেয়। দুপুরে খেয়েছি কিনা তুমি নিয়ম করে খোঁজ নিতে। আগে ব্যাপারটা খুব সাধারন ছিল। এখন বুঝি এর মাঝে কত ভালবাসা লুকিয়ে ছিল।
আমার অভিমান কেন তুমি আগের মত নেই।
আসনা বসন্তের বাতাসে তোমার-আমার সব অভিমান আকাশে উড়িয়ে দেই। যেমন করে এক বসন্তের দিনে আমাদের জীবনে ভালবাসা এসেছিল, তেমনি আর এক বসন্ত ফিরিয়ে আনি যা স্থায়ী হবে জনম জনমের তরে........।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।