.. মাঝে মাঝে মনে হয় শ্বাস নেবার জায়গাটা ছোট হয়ে আসে। কেমন একটা অস্থিরতা মনের মাঝে জায়গা করে নেয়। আমি কর্কট রাশির মানুষ। আমার আবেগ একটু বেশী। আবেগ বেশী হলেও সহজে সবার সাথে অন্তরঙ্গ হয়ে মিশতে পারিনা।
তবে কিছু কিছু মানুষকে সাংঘাতিক রকম ভাললেগে যায়। সেই মানুষ গুলোর জন্য আমি সব করতে পারি, হ্যা আমি সব করতে পারি।
এখন আমি জীবনের একটি পরীক্ষা দিচ্ছি। একটার পর একটা প্রশ্ন-পত্র ছুড়ে দিচ্ছো আমার দিকে। প্রশ্নের উত্তর কখনো আনন্দের, কখনো বেদনার।
আর কয়টি প্রশ্নের উত্তর দিলে বুঝাতে পারবো তোমাকে কিভাবে চাই।
কষ্টে যে বুকের পাজর পর্যন্ত ব্যাথা করে সেই অভিজ্ঞতা ও হলো আমার। আসলে তোমাকে চাওয়ার কোন শেষ নেই আমার। কোনখান থেকে এমন দূর্নিবার টান আসে সেটা কখনো বুঝি নাই, জানি বুঝার চেষ্টা করা বৃথা। ইন্টার নেটে কিছু দিন পর পর তোমার চিঠি পাই।
চিঠি পেয়ে আনন্দে মন ভরে উঠে, কিন্তু বাস্তব অবস্থা বিবেচনা করলে কেমন যেন বিষন্ন হয়ে উঠি।
আমাকে এই মূহুর্তে বুঝার মত কেউ নাই। এই কথা জোর দিয়ে বলতে পারি কারন এখন আমিই নিজেকে বুঝতে পারিনা। চোখ দুটো কি যেন খুঁজতে খুঁজতে কোটরে বসে গেছে। ভিজে যাওয়া কাকের মত লাগে কখনো নিজেকে।
এখন আমি নিজেই শিশু, নিজেই তার বাবা। বুকের যন্ত্রনা গুলো কোলে তুলে নিয়ে বারান্দায় পায়চারী করতে করতে ঘুম পাড়ানর চেষ্টা করছি। আপনা দোয়া করবেন শিশুটি যেন দ্রত ঘুমিয়ে পরে। আমিও বহুদিন চোখ ভরে ঘুমাই না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।