অনেক দিন পর পৃথিবী থেকে ঝড়ে পরা একজন মানুষের কথা বারবার মনে পড়ছে। সে আমার দাদু। আমি যখন ক্লাস থ্রি তে পড়ি তখন তিনি । মারা গেছেন। আহারে কত অবহেলাই না পেল মানুষটা।
আসলে দুনিয়ায় ভাল মানুষের জন্য জায়গা খুবই কম। তাকে ছেলে দেখে না, ভাই দেখে না, বোন দেখেনা, মেয়ে দেখেনা কেউ দেখে না। কথা উঠলে বলে আমার যদি সামর্থ থাকত তবে আমি দেখতাম। কিন্তু আমি বলব যার যত টাকা পয়সা বেশী তার তত বেশী সামর্থ থাকেনা। কারণ একজন ছেলে যদি পারে বিয়ের পর তার মাকে বাদ দিয়ে তার শাশুরীকে নিজের কাছে রাখতে, তাহলে মাকে রাখতে আর কোন সামর্থের প্রয়োজন হয়? সেটা কি তাহলে মনের ইচ্ছাটা নয়? আর ছোট্ট এই কারণেই আমার সেই দাদুকে সমান্য এক রোগে পৃথিবী ছেড়ে চলে যেতে হল।
এক্ষেত্রে আব্বুর ইচ্ছার সাথে একটা ভয় যুক্ত ছিল। তাই আব্বুকে বলি "আব্বু সবক্ষেত্রে ভয় জিনিসটা টিকেনা"।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।