দল বেধে কিশোরীরা হেঁটে যায় আধুনিক দর্জি বাড়ী।
কেউ কেউ আসে গুমোট হাওয়ায় গর্জে ওঠা বাসে
তাদের পেছনে আসে মালিক দর্জির ধুলো উড়ানো গাড়ী
বনবাসীর ঘুম ভাঙে প্রতিদিন যান্ত্রিক সন্ত্রাসে।
এখানে একদিন আবাদী জমি ছিল,
ছিল অবারিত মাঠ,উদাস দুপুরে ফসলের জলকেলী-
ব্যবসাদার সব অবাধে কিনে নিল
উদাস দুপুর; ফসলের ঘ্রাণ আনমনা দিনগুলি।
রাত্রি এখানে ব্যথার বসতি গড়ে,
ফিরতি পথে আঁধার কেবলই গাঢ়
কিশোরীরা হাটে ধূলোমাখা পথজুড়ে
ক্লান্ত শরীরে দিন গুনে যায় আরো.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।