( অসুস্থ কবি সমুদ্র গুপ্তের সুস্থতা কামনায় )
তস্কর উজিররা যাচ্ছে লোহাঘরে। আর কবিরা স্থানান্তরিত হচ্ছেন
হাসপাতালে। আমাদের নেই কোনো তর্জনী তালুক । চাইলে
আমারও দখল করে নিতে পারতাম ভাওয়ালের গড়। নিতান্তপক্ষে
বাওয়ালী হয়ে ঘুরতে পারতাম অন্ত অরণ্যের খুঁজে।
পারবো না অনেক কিছুই , সেকথা বলি না। আমরাও পারতাম
দেয়ালে লিখে দিতে আমাদের নাম। কালো কালিতে রাতের
গায়ে ছিটিয়ে দিতে আমাদের আধিপত্যবাদ।
কখনো বাঁক ফিরতে গিয়ে , দেখি আমাকেও ছুঁয়ে গেছে
ফিনিক কবিপাখি। মাতৃদেশ ছেড়ে আসার আগে , তবে
কি আমিও জীবনের নিরাপত্তা পাবো না বলে খুঁজেছিলাম
পালাবার পথ !
কিংবা অন্তিমে সুচিকিৎসার আশায় গিলেছি বিদেশ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।