আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার পথে(পর্ব ১৪) -- ভাওয়াল জাতীয় উদ্যান , গাজীপুর

চক্ষু মেলিয়া তাকানোর পর থেকে খালি বাঁদরামি করি যাহা দেখি সবই নয়া লাগে , , পাখির মতো মন হলেও,কলিজা বাঘের মতো , মানুষের মতো খালি দেখতে তে তে তে গাজীপুরে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান পিকনিক ও অবসর যাপনের জন্য বেশ সুন্দর একটি জায়গা । ৬৪৭৭ হেক্টর জায়গা নিয়ে গড়ে তোলা হয় এই উদ্যানটি ১৯৭৩ সালে । এখন বেশ সুন্দর করে সাজানো হয়েছে । এই জায়গাটার খোঁজ পাই ২০০৯ সালে , শেষের কবিতার পরের কবিতা নাটকটির মাধ্যমে । খোঁজ নিয়ে জানতে পারলাম এটা এই উদ্যানে ।

কলেজ ফাঁকি দিয়ে চলে আসলাম যেভাবে যাবেন -- যেইখানেই থাকুন সোজা চলে আসুন গাজীপুর চৌরাস্তা। চৌরাস্তা নেমে বরাবর হল , ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক। এই সড়কের ডানপাশে হল উদ্যান । চৌরাস্তা থেকে টেম্পু পাবেন , জিজ্ঞাসা করুন উদ্যান যাবে কিনা । ভাড়া চৌরাস্তা থেকে ১০-১৫ টাকা ।

উদ্যানের অনেক গুলো গেট , আছে । বড় বড় হাতির ভাস্কর্যের গেট এ নামতে পারেন । প্রবেশ মূল্য ৬ টাকা মাত্র । পিকনিক করতে হলে -- এখানে ১৩ টি কটেজ , ৬ টি রেস্ট হাউজ আছে। নাটকের শুটিং হয়েছিল ' অর্কিড' এ।

স্পট ভাড়া করতে , , বন বিভাগের মহাখালি কার্যালয় ০২-৮৮১৪৭০০ থেকে বুকিং দিতে হবে। এবার ছবি দেখাই , , প্রথমে দেখেন পুরা উদ্যান , ওয়াচ টাওয়ার থেকে দেখসেন খালি শাল গাছ , , হুদাই , , যে দিকে তাকাবেন একই গাছ এবার দেখেন প্রধান ফটক , , বন্ধু আমার , চান্স পাইয়া পোস দিসে মানচিত্র টা দেখে নেন , , হারায় গেলে কাজে দিবে ওই দেখেন অর্কিড বাংলো , গেট বন্ধ থাকলে , নিজের দায়িত্তে খুলে ঢুকে যাবেন , , সরকারী মাল নিজের মত ব্যাবহার করবেন , , আর নিজের জিনিস অবশ্যই অপরিছন্ন রাখেন না এই চাচারে রাস্তায় পাইতে পারেন , এখন বাইচা আসে কিনা জানি না । এই যে লেক / বিল / কিছু একটা যেখানে পানি আছে , , এই দেখেন ওয়াচ টাওয়ার , ২ টাকা লাগে উঠতে হুদাই ভয় দেখায় ঘোড়াও আছে , , টাওয়ারের উপর থেকে কলেজ জীবনের শুরুতেই আমাকে ভ্রমণের নেশা পায় । জীবনে প্রথম ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া এটাই , , যা পরবর্তীতে আরও সাহস জুগিয়েছে , , , , এখন আর ফাঁকি লাগে না , ভার্সিটিতে স্বাধীন জীবন । সতর্কতা * পরিবেশ দূষণ করবেন না ।

* যেখানে সেখানে নিজের নাম লিখবেন না । আখিকা দিয়ে রাখা নামটা এত সস্তা বানানোর কি দরকার * সাথে হাল্কা খাবার ও পানি নেয়া যাবেন । উদ্যানের ভিতর তেমন কোন ব্যাবস্থা নেই । * টয়লেটের কোন ব্যাবস্থা নাই ( আমি দেখি নাই ) । কটেজ ভাড়া করলে অন্য কথা * উদ্যানের ভিতর রিক্সা আছে , তবে উঠার আগে ভাড়া ঠিক করে নিবেন , তারা বেশ ক্যাচাল করে , আর সেখানে সব তাদেরই লোক ।

* ভিতরে মানুষ কম থাকে , মাঝে মধ্যে ছিনতাই হয় , তাই নিজেরাই বেশি ৭-১০ জন যাবেন এছাড়াও কোন তথ্য জানা থাকলে , জানালে কৃতজ্ঞ থাকব । ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য । ভাষাগত ভুল মার্জনা করবেন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.