আমাদের কথা খুঁজে নিন

   

ভাওয়াল বন



ওই যে, উড়াল মেঘে দিন ফুরালে সন্ধ্যা নামে ভাওয়াল বনে। দিনে দিনে উজাড় হওয়া গজারি বন দু'এক ফোঁটা উদাম হচ্ছে জলের দামে। বন-বেসাতি উজাড় হওয়া লক্ষ্মীছাড়া জীবনের দাম এক মুহুর্তে উবে যাওয়া। রাশি রাশি ইটের সারি উঠছে তালে,তালের পরে ঘুম ভাঙছে বসতবাটি হতচ্ছাড়া ব্যাকুল হাওয়ায়। আমার কোনো ঘর ভাঙেনি। ঘুম কুড়াতে উঠতে হয়নি নদীর পাড়ে। তবুও কেন অন্ধকারে,ঘোর লাগা এক রাত্রি এলে- শুনতে যে পাই অঘোর স্বরে কড়...কড়াত....কড়....কড়াত..! ঝাড়বৃক্ষের মায়া কাটে মাটির বুকে। শহর গিলছে মাটির মানুষগুলি, গ্রাম গিলছে গ্রামের মাটি আর ভাঙছে মাটির অলি-গলি...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.