এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
অতিথী পাখিদের ভালোভাবে কখনোই পর্যবেক্ষণ করা হয়ে উঠেনি আমার ।
পাখি দেখবো দেখবো করতে করতে শীত চলে যায়, আর পাখিরা ফিরে যায় সাইবেরিয়া, আমারও আর ভিসা জোগার করে সাইবেরিয়া যাওয়া হয়ে উঠে না । গত বছর জাহাঙ্গীর নগরে গিয়েছিলাম পাখি দেখার জন্য কিন্তু ওখানে ছাত্রদের গোলাগুলির কারণে পাখিরা চলে গিয়েছিল । এই বছর জাহাঙ্গীর নগরে পাখিরা এসেছে কিনা জানিনা, আর তাই ছ্যাকা খাওয়ার ভয়ে ওখানে যাইনি সরাসরি চলে গিয়েছিলাম সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে, সেই ভ্রমনের কিছু বর্ণনা ছবি সহ পর্যায়ক্রমে দেওয়ার ইচ্ছে রাখি । Click This Link
রাস্তার পাশে স্থানীয়দের বাড়িঘর
এক সময় পৌছে গেলাম লাউয়ের গড় নামক স্থানে, এখানে বিশাল এলাকায় শুধু পাথর আর পাথর, এই নুড়ি পাথরের উপর দিয়ে ঝুকিপূর্ণভাবে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় একবার পড়েও গিয়েছিলাম ।
নুড়ি পাথর পাড়ি দেওয়ার পরই সামনে পড়বে এমন চোখ ধাঁধাঁনো সৌন্দর্যমন্ডিত বিশাল লেক, যেখান থেকে পাথর তুলে ক্রমশঃ পানিটাকে আরো গভীরতায় রুপ দিচ্ছে, রোদ্রোজ্বল পাহাড়টা বাংলাদেশে আর কুয়াশাচ্ছন্ন পাহাড়গুলো ভারতে অবস্থি্ত ।
এটা লাউয়ের গড়ের খেয়া ঘাট । এখানে আবারো মোটর সাইকেল আপলোড ডাউন লোড করতে হবে ।
পাথর তুলে তীরে ফিরে আসছে
পাথর তোলা হচ্ছে, পাহাড়টা ভারতে আর নীচে সাদা বালির অংশটা থেকেই শুরু বাংলাদেশের সীমানা ।
নীচে লাউয়ের গড়ে পাথর তোলার আরো কয়েকটি দৃশ্য.......
এবার কিছুটা পাকা রাস্তাও চোখে পড়ল
আগুনে পোড়ানো হয়েছে জমির আগাছা, মাঝখানে এক অসহায় নারকেল গাছ ।
বটছড়া বাজারঃ এখানে এসেই সকালের নাস্তা করি, আর ছবিতে যে মোটর সাইকেলগুলো দেখা যাচ্ছে ওরা আছে যাত্রীর অপেক্ষায় ।
বটছড়া বাজারে বসেই এই ছবিটা উঠানো, বসে থাকা লোকটার অবস্থান বাংলাদেশে, তারপরে যা দেখেন ভারতের অংশ । এখানের বিশাল উচূ এই পাহাড় পাড়ি দিয়ে ভারতীয় ট্রাকগুলো কয়লা নিয়ে বাংলাদেশে আসছে ।
ভারতীয় ঝর্ণা থেকে পানি নেমে আসছে, আর ঐ পানি দিয়েই ট্রাকগুলো কয়লা নিয়ে বাংলাদেশে আসছে ।
কয়লার ব্যবসার জন্য জায়গাটা বেশ প্রসিদ্ধই মনে হল ।
চলবে....................
[img|]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।