চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই !
টাঙ্গুয়ার সীমা
সীমা, কোথায় চলেছ গোধূলী বেলায় উর্ধশ্বাসে
শনির হাওরের বুক চিরে, মেঠো পথ ধরে
হিজল-করচের বাগ ছাড়িয়ে ।
জানি, তুমি যাবে শ্রীপুরকে ডাইনে রেখে
সোলেমানপুর ছাড়িয়ে সেই টাঙ্গুয়ার পাড়ে ।
যেখানে রেখে এসেছ, দুগ্ধপোষ্য শিশু
দু-চারটে ভেড়া, হংসের খামার
সন্ধ্যার আগেই তুলতে হবে ছাপড়ায় ।
ত্রস্ত পদে এগিয়ে যাও
ন্ইলে এক্ষুনি বেড়িয়ে আসবে
নল-খাগড়ার বন হতে বিষাক্ত সর্প, দাঁতাল শুয়োর ।
ধূলা উড়িয়ে ভাড়া মোটর সাইকেলে করে
আসবে এলাকার ত্রাস
নয়তোবা, বৌলাই নদী থেকে
উঠে আসবে সন্ত্রাসী কামুক টেম্পু চালক ।
দলিত-মথিত করবে তোমার দেহ-মন প্রাণ ।
তোমার নেই কেন শিরস্ত্রাণ,
হাতে বল্লম ।
এগিয়ে যাওয়ার সাহস কী বাঁচাবে ?
তোমার পবিত্র সম্মান ।
সাবাস সীমা, এগিয়ে যাও ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।