আমাদের কথা খুঁজে নিন

   

সরকারকে গরিবমুখী নীতি বাস্তবায়ন করতে হবে: মনজুরুল আহসান খান

সত্য সব সময়ই সত্য, তবে আপেক্ষিকতার নিরিখে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে ক্রমাতগত জনজীবনে সঙ্কট বাড়ছে। সরকারকে গরিবমুখী নীতি বাস্তবায়ন করতে হবে। এই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল তা দিনে দিনে কমছে। মনজুর সরকারকে গরিবমুখী উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।

২০ জানুয়ারি মুক্তাঙ্গনে পার্টির ঢাকা কমিটি আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। ২০ জানুয়ারি পল্টন বোমা হত্যাকাণ্ডের নবম বার্ষিকী উপলক্ষে এ জনসভা ঢাকা কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং জাহিদ হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব লাভলু, গার্মেন্ট শ্রমিক টিইউসি’র সভপতি ইদ্রিস আলী, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান সোহেল, ছাত্র ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র দেব, বস্তিবাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, ঢাকা কমিটির নেত্রী রেহানা মল্লিক, ট্যানারি শ্রমিক নেতা আক্তার হোসেন, গার্মেন্ট নেত্রী নাসিমা আক্তার, ক্ষেতমজুর নেত্রী রহিমা প্রমুখ। সভায় মনজুর বলেন, সিপিবি প্রথম রাজনৈতিক দল যাদের ওপরে বোমা হামলা হয়। সেই হামলার আরো বিচার হয় নি। বর্তমান সরকার বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করেছে।

তিনি অবিলম্বে পল্টন, উদীচী, ছায়ানটসহ সকল বোমা হামলার বিচার দাবি করে বলেন, এসব হামলায় যারা আহত হয়েছেন তাদের সরকারের তরফ থেকে নিয়মিত সাহায্য-সহযোগিতা করতে হবে। তিনি সরকারের বাজার অর্থনিতির সমালচনা করে বলেন, বাজার অর্থনীতির ভূত যতদিন ব্যবসায়ীদের ঘাড়ে থাকবে এবং তারা যতদিন সরকার ও প্রশাসনকে প্রভাবিত করবে ততদিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা যাবে না। মনজুর বলেন, সরকারকে অবিলম্বে সারাদেশে রেশনিংসহ গণবণ্টন ব্যবস্থা গড়ে তোলতে হবে। তিনি ঢাকাসহ সারা দেশে গ্যাসের যে সঙ্কট তা মোকাবেলায় বাপেক্সকে শক্তিশালী করা ও গ্যাস চুরি ও অপচয় রোধের বিরুদ্ধে জোরদার অভিযান চালানোর আহ্বান জানান। মনজুর ঢাকা শহরের বস্তিবাসীদের জন্য গৃহায়ন কর্মসূচির কথাও উল্লেখ করেন।

জনসভায় মনজুর বর্তমান ট্রেড ইউনিয়ন কার্যক্রমে দলীয়করণের নিন্দা জানিয়ে বলেন, দেশের আইন ও আন্তর্জাতিক কনভেনশন অনুসারে শ্রমিকদের স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে। তাদের রেজিস্ট্রেশন নিয়ে নানা টালবাহানা হচ্ছে। তিনি বলেন, সরকার পে-কমিশন করেছে কিন্তু ওয়েজ কমিশন করে নি। বিদ্যমান বেতন বৈষম্য ও পুলিশের মধ্যে বেতন বৈষম্য কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ভারত-বাংলাদেশ দ্বি-পাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে জনসভায় মনজুর বলেন, এটা ভালোর দিকে যাত্রার শুরু।

তবে একশভাগ সফল বলে আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই। ভারতসহ প্রতিবেশী ও নিকটবর্তী দেশসমূহের সাথে সর্বক্ষেত্রে জাতীয় স্বার্থ বজায় রেখে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দেন। তিনি বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দরকে আঞ্চলিকভাবে ব্যবহার উপযোগী করে গড়ে তোলার কথা উল্লেখ করে মনজুর বলেন, অতীতে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র হয়েছিল। বামপন্থী প্রগতিশীলরা সংগ্রামের মধ্য দিয়ে সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। মনজুর আরো বলেন, পাবর্ত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়িত হলে ফেনী ভারতের অংশ হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি উঠবে বলে অপপ্রচার চালাচ্ছে, তাদের অন্ধ ভারত-বিরোধিতা বাংলাদেশের স্বার্থে নয় অন্য কোনো দেশের স্বার্থে তারা করছে বলে মনজুর অভিযোগ করেন।

তিনি বলেন, ভারত-মার্কিন পারমাণবিক চুক্তি এবং ইসরাইলের সাথে স্ট্র্যাটেজিক ঐক্য শুধু ভারতবাসীর জন্য নয়, বাংলাদেশের জন্যও উদ্বেগের কারণ। ভারত-বাংলাদেশসহ সার্ক দেশগুলোর পাস্পারিক সহযোগিতা বৃদ্ধি করে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে বলে মনজুর জনসভায় বলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.