আমি রাজাকারদের ঘৃণা করি,ইতিহাস বিকৃ্তকারিদের আরো বেশী ঘৃণা করি,স্বৈরাচারতন্ত্র মানি না,তারচেয়ে বেশী ঘৃণা করি যারা ক্ষমতার লোভে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে অন্যের দালালি করে...... তবুও স্বপ্ন দেখি,আশা করি আমার বাংলাদেশ সত্যি সোনার বাংলা হয়ে উঠবে। তবে দিন
ব্যক্তিগত কারণ দেখিয়ে মাইলস ছাড়ার কয়েকদিনের মাঝেই নতুন ব্যান্ড গড়ার সিদ্ধান্ত নিয়েছেন শাফিন আহমেদ। এতে করে তার মাইলসে ফিরে আসার সম্ভাবণারও শেষ হয়ে গেলো। আফসোস লাগতেছে যে মাইলসকে দেখে অভ্যস্ত ছিলাম তা আর দেখা হবে না।
................................................................................................
নতুন ব্যান্ড গঠন করলেন মাইলস ব্যান্ডের সাবেক প্রধান কণ্ঠশিল্পী শাফিন আহমেদ।
এই ব্যান্ডের নাম ‘রিদম অব লাইফ’। শাফিন তাঁর মুঠোফোন থেকে পাঠানো এক খুদে বার্তায় আজ শুক্রবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ১১ জানুয়ারি ব্যক্তিগত কারণে তিনি মাইলস ছাড়েন । প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি তখন জানিয়েছিলেন, ‘মাইলস ব্যান্ডটি এত দিন চলেছে গণতান্ত্রিক পদ্ধতিতে। সবাই সবার প্রতি ছিল শ্রদ্ধাশীল এবং ছিল সবার মধ্যে চমত্কার সমন্বয়।
বর্তমানে দলে সেই পরিবেশ আর নেই। ছোটরা বড়দের প্রতি শ্রদ্ধাশীল নয়। দল এখন চলছে কারও একক সিদ্ধান্তে। কনসার্টগুলোয় সেই একই গান। নতুন গান নেই।
ধীরগতিতে চলার কারণে অনেকটাই পিছিয়ে পড়েছি আমরা। তা ছাড়া ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমার আরও অনেক কিছু করার আছে। তাই বেশ কিছুদিন আগেই দলকে জানিয়ে দিয়েছি যে আমি আর দলের সঙ্গে কাজ করব না।
সূত্রঃপ্রথম আলো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।