আমাদের কথা খুঁজে নিন

   

উল্টে যাওয়া পাশার দান . . . . . . . .

রাত পোহাবার কত দেরী পান্জেরী! এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাস্তুলে আমি দাড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূণ্যতা ঘেরি রাত পোহাবার কত দেরী পান্জেরী! বছরখানেক আগে যখন ব্লগে আসি ,তখন একটা নির্দলীয় মুসলিম চরিত্র হিসেবে ব্লগে স্হান করে নিতে রিতীমত যুদ্ধ করতে হয়েছে ।ইসলামের পক্ষে কিংবা তথাকথিত প্রগতিশীলদের বিপক্ষে কোনো কথা বললেই ছাগু ট্যাগ আবার জাশির সাথে যুদ্ধ তাদের দেয়া লীগার কিংবা ভাদা ট্যাগ আবার চরম প্রতিক্রিয়াশীল রাজারবাগীদের সাথে ঘাম ঝড়ানো যুদ্ধ !এর মধ্য প্রগতিশীল ও কিছু লিগারের আক্রমনটা দাঁতে দাঁত চেপে ঝুজতে হয়েছে ।আমি আস্তিক কিন্তু শিবির নই ,নিজের মর্যাদা বজায় রেখে এই কথাটা প্রতিষ্ঠিত করতে হয়েছে ।শুধু আমি নই ,সমমনা ব্লগারদেরও একই অবস্হা ছিলো । আর কয়েকদিন ধরে দেখছি সেই অতিপ্রগতিশীল ব্লগারগণ প্রাণপণে লড়ে যাচ্ছেন আমি নাস্তিক নই ,পাঁচ ওয়াক্ত নামাজের চেষ্টা করি ,কিংবা জানাযা ও জুমা পড়ে নিজেকে জাতে ওঠাতে । আমার শুধু হাসি পায় . . . . . . . . . . . . . . . . :B

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.