হাসবেন না কাদবেন????
হায়!!!
ভিক্ষা চাইনা কুত্তা সামলা.. নীতিরেও পিছে ফালাই দিলো চানক্য রাজনীতি!!!
আর সহায্য করলো আমাগো দেশী ভাদা, মীর জাফর আর জ্ঞানপাপী গং!!!!
মাগো এও শুনতে হলো.....
'টিপাইমুখ বাঁধের প্রস্তাব ছিল বাংলাদেশেরই' স্বৈরাচারের পরারাষ্ট্রমন্ত্রীত্বে থাকাকালীন তিনি নাকি জানেন.. তখনই নাকি বাংলাদেশ এই দাবী জানায়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
অংশ বিশেষ
[১৯৮৮ সালে বাংলাদেশই টিপাইমুখ বাঁধের প্রস্তাব দেয় বলে জানিয়েছেন সেসময়কার পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বিষয়ে ইংরেজি দৈনিক দি ইনডিপেডেন্ট ও সেন্টার ফর ফরেন অ্যাফেয়ার স্টাডিজ'র যৌথ আয়োজনে রাজধানীর বেল টাওয়ারে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
জাতীয় পার্টির এই সাংসদ বলেন, "আমি এই বক্তব্যের পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি ১৯৮৮ সালে বাংলাদেশই এই বাঁধের দাবি জানায়।"
গত বছরের সেপ্টেম্বরে তখনকার ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন রায়ও বলেছিলেন, উত্তর-পূর্ব ভারতের বরাক নদীর উপরে এই বাঁধের দাবি ছিল বাংলাদেশের।
একই কথার পুনরাবৃত্তি করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, "বাংলাদেশের নিুাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণের জন্য এই বাঁধের দাবি করা হয়। তবে অবশ্যই আমরা টিপাইমুখের ভাটিতে ফুলেরতলা ব্যারেজের বিরোধিতা করেছিলাম।"]
এতো দালালও গর্ভে ধরেছিলা হে বঙ্গ মাতা!!!
ধরনী দ্বিধা হও....
হৈচৈ এর লিংক
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।