পরে বলবো
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই ঢাকায় যাত্রা শুরু কায়া স্কিন ক্লিনিকের। গতরাতে হোটেল রেডিসনে একঝাঁক র্যাম্প মডেল দিয়ে স্কিন ক্যাটওয়াকের মাধ্যমে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন কায়া লিমিটেডের সিইও রাকেশ পাণ্ডে। এ দেশের নারীদের ত্বকের সমস্যা নিরসনে কার্যকরী ভূমিকা পালন করবে কায়া স্কিন ক্লিনিক। এটি আন্তর্জাতিক ত্বক বিশেষজ্ঞ এবং পৃথিবীর কসমেটিক ডার্মাটোলজি ক্লিনিকের বৃহত্তম একটি জানালেন রাকেশ পাণ্ডে। তিনি বললেন, বাংলাদেশে কায়া স্কিন ক্লিনিক নিয়ে আসা আমাদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল।
ঢাকায় প্রথম কায়া স্কিন ক্লিনিক চালু করতে পেরে আমরা আনন্দিত। পাশাপাশি গর্বিতও। আমাদের এক গবেষণায় ধরা পড়েছে এ দেশের নারীরা অত্যন্ত ত্বক সচেতন। তাই এ অঞ্চলে বিশ্বমানের স্কিন কেয়ার সার্ভিসের প্রয়োজন অনেক বেশি। আর এ প্রয়োজন মেটাতেই কায়ার এদেশে আসা।
তিনি আরো বলেন, বিগত ৭ বছরে কায়া অর্জন করেছে বিশ্বব্যাপী ৫ লাখেরও বেশি গ্রাহকের আস্থা। বর্তমানে ১০০টি ক্লিনিকের মধ্যে ৮৭টি ছড়িয়ে আছে ভারতের বিভিন্ন অঞ্চলে আর মধ্যপ্রাচ্যে রয়েছে ১৩টি। ঢাকায় চালু করা হয়েছে ১০১তম ক্লিনিকটি। কায়া স্কিন ক্লিনিকের পেছনে থাকছে ২৫০ জন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞ। যারা ত্বক পরিচর্যার ওপর প্রশিক্ষণ দিয়েছেন ৩০০ ঘণ্টারও বেশি সময় ধরে।
কায়া স্কিন ক্লিনিকের সার্ভিসের মধ্যে থাকছে ত্বকের সৌন্দর্য, ত্বকের যতœ, কায়া হেয়ার ফ্রি, বয়স নিরোধক সেবাসমূহ, কায়া ওয়েডিং স্কিন কেয়ার প্যাকেজ, চুলের যতœ, কায়া মেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারগণ, তারকা দম্পতি আলী যাকের-সারা যাকেরসহ আরো অনেকে। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লাক্স তারকা রুমানা মালিক মুনমুন।
সুত্র : দিনেরশেষে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।