রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপে’ এ পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের ডেপুটি এসিস্টান্স সেক্রেটারি ফর এনার্জি ট্রানপোর্টেশন রবার্ট আইকড।
জ্বালানি নিরাপত্তা পর্বে আলোচনায় অংশ নিয়ে আইকড বলেন, “বাংলাদেশের জ্বালানি খাতে স্বচ্ছ জ্বালানি নীতিমালা থাকতে হবে। এবিষয়ে যা আছে তা স্পষ্ট নয়। ”
তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের গ্যাস ও কয়লা উত্তোলনে সবচেয়ে বেশি মনোযোগী হওয়া দরকার। কারণ জ্বালানি নিরাপত্তাই অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত।
ভারসাম্যমূলক জ্বালানি নিরাপত্তা জোর দিয়ে জ্বালানির দাম নির্ধারণের ক্ষেত্রে বাস্তবতা বিবেচনা করার পরামর্শ দেন এই মার্কিন কর্মকর্তা।
সংলাপের আমদানি করা কয়লা দিয়ে বিদ্যুতকেন্দ্র স্থাপনের জন্য দেশি-বিদেশি বেসরকারি খাতের উদ্যোক্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী
তিনি বলেন, “আমাদের কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র দরকার। বিশেষ করে দক্ষিণাঞ্চলে এ ধরনের ছোট ছোট বিদ্যুতকেন্দ্র স্থাপনের অনেক সুযোগ রয়েছে।
“এজন্য আমি যুক্তরাষ্ট্রসহ সব বেসরকারি খাতের উদ্যোক্তাদের এখাতে বিনিয়োগের অনুরোধ করছি। আপনারা ১৩০০ থেকে ১৫০০ মেগাওয়াটের একেকটি প্লান্ট স্থাপন করেন।
”
তৌফিক-ই এলাহী বলেন, “বাংলাদেশে জ্বালানি খাতে অনেক অদক্ষতা আছে। এই অদক্ষতা দূর করতে আমেরিকা জ্বালানি দক্ষতা বিষয়ক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। ”
এজন্য সরকার ন্যাশনাল এনার্জি রিসার্চ কাউন্সিল স্থাপন করতে যাচ্ছে বলে জানান তিনি।
এপর্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. এম তামিম।
তিনি বলেন, “জ্বালানি খাতে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে।
কারণ গ্যাস উত্তোলনের বিকল্প নেই। ”
জ্বালানি অপচয় রোধ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে জ্বালানি খাতের দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।
নতুন গ্যাস পাওয়া গেলে তা অগ্রাধিকার ভিত্তিতে শিল্প খাতে বরাদ্দ দেয়ার উপর জোর দিয়ে গৃহকাজে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর পরামর্শ দেন তিনি।
সংলাপের এপর্ব পরিচালনা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইকোনোমিক অ্যাফেয়ার্স) এম রিয়াজ হামিদউল্লাহ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।