কবিতা
জল হয়েছে আগুন
প্রথাপূর্ণ এই যমুনায় আজ হাড়পোড়ানোর গান।
নৌকা নেই। বুকে হেঁটে আগুনে করি আয়োজন।
আমার পথের ভগবান শেষ
সে অর্ধেক স্মৃতি হয়ে যেমন উড়ছে হাওয়ায়
তাও মৃত্যুগন্ধে বেগবান।
মহা জাগরণে যাত্রীগণ করে গান
হায় আগুন, আগুন হলো যমুনার জল
পুড়ে যায় মৎস্যভাত ঘরে ঘরে সোনার পুতুল।
তুমি গৌতম বুদ্ধের দেশে থাকো
তোমার সংসার ভরা ছাই।
____________________
'পলাশী ও পানিপথ' কাব্যগ্রন্থ থেকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।