"তার ও আগে বৃষ্টি নামুক আমাদের বিবেকের মরভূমিতে/ সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক, /আর পরিশুদ্ধ হোক ধরা,হৃদয়ের গ্লানি..."--শফিকুল ইসলাম বাংলা আমার মা, বাংলা আমার প্রাণ জন্মেছি আমি এই বাংলায় বিশ্বে কে আছে এত ভাগ্যবান॥ এদেশের ধূলিকণা সোনার চেয়ে দামী ধন্য আমি এ মাটির ধূলা অঙ্গে মাখি, এ মাটিতে হেসে খেলে বড় হয়েছি- সইবনা, সইবনা এ মাটির অসম্মান॥ যুগে যুগে এলো কত বর্গী হায়না ফিরে গেলো তারা নিয়ে শত লাঞ্চনা, এ মাটি আমার চিরদিনের চেনা ঠিকানা- সইবনা, সইবনা এ মাটির অসম্মান॥
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।