আমাদের কথা খুঁজে নিন

   

কালিদাস ভেক



শানবাঁধা ঘাটে আজ থক-থকে ফেনা গোসল করিয়া কন্যা উঠিয়া গেলে ছান মিয়া চাইয়া থাকে, চান্দের লাহান ফর্সা গোড়ালি চক্ষে বেহুস লাগায় পূবের সূয্য দেখো পশ্চিমে গড়ায় ঘোরেতে মজিয়া বুঝি সন্ধ্যা নামিলো ছান মিয়া নড়ে না তার মশার কামড় মোটেই লাগে না গায়ে একটু আচড় সূয্য ঘুরে তবু ছান নড়ে না একটুও এক ঠায় রাত্রি শেষে সকাল ঘনায় তবুও আসেনা কন্যা ঘাটে নিরালায়। ছান মিয়া ভাবে আজ আমি যদি জল হই পুকুর ভরা তামাম শরীরে কন্যা গড়ান দিমু। কন্যা ভাবে - তুমি আর কালিদাস এক তুমি শুধু ধরিয়াছ আধুনিক ভেক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।