আমাদের কথা খুঁজে নিন

   

অধিকাংশ বইয়ের ভেতরের পাতা নেই শিক্ষার্থীরা বিপাকে

সত্যেই হোক মোদের লক্ষ্য

সরকারের বিনামূল্যে বিতরণতকৃত পাঠ্যবইয়ের অধিকাংশ বইয়ে ভিতরে পাতা না থাকায় চরম বিপাকে পড়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। অনেক আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা নতুন বছরের পাঠ্যবই হাতে নিয়ে বাড়িতে গেলেও বইয়ের ভিতরের অধিকাংশ পাতা না পেয়ে মন খারাপ করে নিজ নিজ বিদ্যালয়ে তারা বই ফেরত দিচ্ছে। বিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ বই ফেরত নেয়ার বিষয়টিও অকপটে স্বীকার করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নতুন এ শিক্ষাবর্ষে গৌরীপুর উপজেলায় ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১৭টি মাদ্রাসা, ৫টি ইফতেদিয়া মাদরাসা ও ২টি ভোকেশনাল বিদ্যালয়ে মোট ২লাখ ১৮হাজার ৮’শ ৯৩ কপি পাঠ্য বইয়ের চাহিদার বিপরীতে বিতরণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬’শ ৫৮ কপি বই। চলতি মাসের (জানুয়ারি) প্রথম সপ্তাহে সারদেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সরকারের দেয়া বিনামূল্যের পাঠ্য বিতরণ করা হলেও পুরো সেট বই শিক্ষার্থীরা একসাথে পায়নি।

যা পেয়েছে তাতে অধিকাংশ বইয়ের ভিতরে পাতা নাই। শহর এলাকার বিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম এ মাসের শুরুতেই শেষ করে পুরোদমে পাঠদান শুরু হয়েছে। বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এসব পাঠ্যবই পড়তে গিয়ে দেখতে পায় বইয়ের ভিতরে অধিকাংশ পাতা নাই। পাতা না থাকা বইগুলো শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে জমা দিয়ে পরিবর্তন করে নিলেও অনেক শিক্ষার্থী আবার বই সংকটের কারণে নতুন বই পাচ্ছে না। গৌরীপুর পাইলট বালিকা বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রীরা জানায়, গণিত বইয়ে (৮৮পৃ:-৯৭পৃ ১০পৃষ্ঠা, (৯৮পৃ;-১০৫পৃ ৮পৃষ্ঠা, (৭৮পৃ:-৮৯পৃ ১২পৃষ্ঠা, (১১৯পৃ: -১২৯পৃ ১০পৃষ্ঠা, (১১২পৃ: ১২১পৃ ৯পৃষ্ঠা, (১৭-২৪পৃ ৭পৃষ্ঠা, (১৬পৃ:-৩৩পৃ ১৭পৃষ্ঠা, পর্যন্ত পাতা নাই।

ইংরেজী বইয়ে (১৭-২৩) ৬ পৃষ্ঠা পর্যন্ত সাদা পাতা, শারীরিক শিক্ষা বইয়ে ১ থেকে ৮ পৃষ্ঠা, ৬৬ থেকে ৬৭ পৃষ্ঠা, ৭০ থেকে ৭১ পৃষ্ঠা পর্যন্ত সাদা এবং আবার কিছু বইয়ে ১ থেকে ৮ পৃষ্ঠা পর্যন্ত পাতা নাই। ৭ম শ্রেণীর ছাত্রী সানজিদা ইসলাম তাইতী, তাসফিয়া হায়দার, ফারিয়া নওরিন, সায়মা শারমিন, লিপি আক্তার, প্রীতি রানী, যাকিয়া সুলতানা জানায়, তাদের ইংরেজী (৫৬-৬৫) ১০পৃষ্ঠা, (১২০-১২৯) ৯ পৃষ্ঠা, আনন্দপাঠ (১-১০) ১০পৃষ্ঠা পর্যন্ত পাতা নাই, গার্হস্থ্য অর্থনীতি বইয়ের (১৭পৃ:-২৪পৃ ৮ পৃষ্ঠা, ইসলাম শিক্ষা বইয়ের (৬৫পৃ:-৭৬পৃ ১১ পৃষ্ঠা নেই। এছাড়াও বিভিন্ন স্কুলের ৮ম ও ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা জানায় তাদের গণিত বইয়ের অধিকাংশ পাতা নাই গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার,অগ্রদুত নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, পাতা না থাকা বইগুলো আমরা ফেরত নিয়ে শিক্ষার্থীদের ভাল বই দিচ্ছি। নষ্ট বইগুলো আমরা শিক্ষা অফিসে জমা দিয়ে দিব। অচিন্তপুর ডাঃ এমআর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, আমাদের গ্রামের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবিষয়ে সজাগ না থাকায় কোন বই এখনো ফেরত পাইনি।

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম আজম জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিকট মৌখিকভাবে তিনি বিষয়টি শুনেছেন কিন' কোন বই ফেরত পাননি। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.