মন্দটাই মনে রাখে মানুষ। ভালোটা হাড়গোড়ের সঙ্গে মাটিতে মিশে যায়
এক ঈগল একবার বনমুরগীর বাসায় ডিম পেড়ে গেল। । বনমুরগী ডিমে তা দিল। ।
একদিন ডিম ফুটে বাচ্চা বের হলো। । ঈগলের বাচ্চাটি বনমুরগীর বাচ্চা হিসেবে পালিত হতে লাগল। । তার স্বভাবও হয়ে উঠল মুরগীর মত।
। বনমুরগীর মত ডাকে। । উড়তেও পারে না। ।
একদিন সে দেখল আকাশে ডানা মেলে উড়ে যাচ্ছে ঈগল। । সে বিস্ময়ের সাথে প্রশ্ন করল, এটা কি??
বনমুরগীরা উত্তর দিল, ওটা ঈগল। । অসাধারন পাখি।
। তুমি ওর মত দেখতে হলেও তুমি বনমুরগী হয়ে গেছো। । ওর মত কখনো হতে পারবে না। ।
ঈগলের বাচ্চা এই কথা বিশ্বাস করে কোন দিন উড়ার চেষ্টাও করল না। । এভাবেই সে কাটিয়ে দিল তার পুরোটা জীবন। । একসময় তার মৃত্যু হল।
।
সে জানতেও পারল না তার জন্ম হয়েছিলো আকাশের উঁচুতে উড়ার জন্য, আকাশকে শাসন করার জন্য!!
শিক্ষণীয়ঃ অধিকাংশ মানুষই এরকম। । অসীম ক্ষমতা নিয়ে জন্মায় কিন্তু বেশীরভাগই তা কাজে লাগাতে পারে না। ।
আসুন আমরা অধিকাংশ না হয়ে অন্যতম হতে চেষ্টা করি। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।