এই বিষয়টি নিয়ে অনেকদিন থেকে লিখতে ইছ্ছে হতো কিন্ত লেখা হয়ে উঠেনি। আজ এখানে সুযোগ পেয়ে লিখছি। আমি মনে করি আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন।
আমাদের দেশের বেশির ভাগ নিয়োগ পরীক্ষা ঢাকাতে হয়। বিশেষ করে ব্যাংক,বীমা ও বহুজাতিক কোম্পানির নিয়োগ পরীক্ষা।
চাকরির জন্য যারা আবেদন করে তাদের বেশির ভাগই বেকার। একটি চাকরিতে আবেদন থেকে শুরু করে লিখিত পরীক্ষা দেওয়া পর্যন্ত একজন প্রার্থীর আড়াই থেকে তিন হাজার টাকা খরচ হয়ে থাকে। বিশেষ করে ঢাকার বাইরের প্রার্থীর। বিভাগীয় শহর থেকে ঢাকায় আসা যাওয়া খরচ তো আছেই তার উপর অধিকাংশ প্রার্থী সারারাত ভ্রমন করে সকালে পরীক্ষার হলে উপস্থিত হ্য়। যার ফলে পরীক্ষায় আশানুরূপ উত্তর করা কষ্টকর হয়ে দাঁড়ায়।
যা শুধুমাত্র ভুক্তভোগীরাই বুঝে। সংশ্লিষ্ট কতৃ্পক্ষ কি পারেন না প্রার্থীদের সকল অবস্থা বিবেচনা করে পরীক্ষাগুলো নিজ নিজ বিভাগীয় শহরে নেওয়ার ব্যবস্থা করতে?পরীক্ষাগুলো যদি বিভগীয় শহরে নেওয়া হয় তাহলে শুধু যাতায়ত ও আর্থিক সমস্যা নয় আরো অনেক ধরনের সমস্যা থেকে প্রার্থীরা রেহাই পাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।