আমাদের কথা খুঁজে নিন

   

শেবাগের ইটের জবাবে পাথর ছুড়ছে বাংলাদেশ -ভারত ২০৯/৮

oracle.samu@googlemail.com

গত কাল রাত ১১ টায় নেটে পেপার পড়ছিলা, যা সাধারনত আমি করি না। ক্রিকেটের অনেক অনেক বড় ফেন আমি তাই টাইগারদের খবর নেয়ার জন্যই এত রাতে কম্পউর সামনে বসা। ক্রিক ইনফোতে ম্যাচ প্রিভিও পড়ার পর চোখ গেল শেবাগের সংবাদ সম্মেলনের নিউজে, আমি বাংলাদেশ দলের হার্ডকোর সমর্থক তাই বলে অবুঝ ও নই। মানছি আমার দল স্টার ক্রিকেটারে ঠাসা নয় পারফর্মেন্সেও কনসিসটেন্ট নই। তাই বলে ফু দিয়ে উড়িয়ে দেয়ার মত দল বাংলাদেশ নয়।

খবরটা পড়ার পড় থেকেই মাথায় রক্ত উঠে আছে, অহংকারের একটা সীমা থাকা উচিত যা মি. সেবাগ অতি সহজেই অতিক্রম করেছে। মাথা এতটাই গরম হয়েছিল যে রাতে ঘুমাতেই পারলাম না রাত ৪ টায় শুরু হল খেলা, তখন থেকেই দেখছি। ধন্যবাদ আল্লাহকে আমার ভেতরকার দহনটা মাঠে খেলা ১১ বাংলাদেশীর মাঝে ও দেখতে পাচ্ছি। এখন অনেক শান্তি পাচ্ছি, হার ড্র বা জয় যাই আসুক, আল্লাহ বাংলাদেশ যেন ওদের ২০ উইকেট উপড়াতে পারে। সামুতে ও এটা নিয়ে অনেক পোস্ট দেখলাম........আসলেই আমরা আমাদের দেশটাকে অনেক অনেক ভালবাসি।

আমি দেশ থেকে ৭,০০০ মাইল দূরে খেছে যে অপমানে পুরছি জানি যার দেশে আছেন তাদের কষ্টাটা আরও বেশী। টাইগাররা জান বাজি রেখে খেল, সেবাগ যেন ওর দুঃগন্ধ যুক্ত কথাগুল গিলতে বাধ্য করে, যেমনটা হয়েছিল পনটিং এর ক্ষেত্রে.... গেছে আরেকটা গেছে ২০৯/৮ ....... অহংকারী শেবাগের কফিনে আরেকটা গজাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.