যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। আরেকটা শয়তান! শেবাগের মত উদ্ধত কথা কাইরেন পোলার্ড এর! হেরে গিয়ে মাথা পুরাই গেছে ব্যাটার!! >বাংলাদেশ নাকি জাদুকরী বোলিং করেনি, ওরা উইকেট খয়রাত দিসে! >ওনারা নাকি দয়া করে ভালো ব্যাট করেন নাই, ঐজন্যে বাংলাদেশ জিতছে!! >যেই বলে সে আউট হইসে তার দশটার মধ্যে নয়টাই নাকি মাঠের বাইরে ফেলবে হেয়! >আজ যদি ওই বল পায়, বল নাকি খুলনা থেকে ঢাকায় পাঠায় দিবো!! আমার প্রশ্ন হলো, তাইলে হারলি কেন? আজকে সে খারাপ খেলবে আর বাংলাদেশ আরো উন্নতি করবে, এবং জিতবে ইনশা আল্লাহ!! সবাই দোয়া করবেন! শত আশা, একটাই প্রার্থনা, খুলনা সফরের শেষ ম্যাচটা যেন টাইগারদের জন্যে হাসির হয়!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।