আমাদের কথা খুঁজে নিন

   

সব দোষ বিসিবি নির্বাচকদের।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

কি দল ঘোষনা করল হারামজাদার ( বিসিবি ) নির্বাচকরা। সব জায়গায় ভুল করে থাকে। দলে নেই কোন ভালমানের স্পিনার, নেই কোন ভাল মিডলঅর্ডার। এভাবে কি দল চলে? তামিম এবং নাফিজ এরা দুজন যদি ওপেনিং করে তাহলে এখানে ইমরুল কায়েসের প্রয়োজন পড়ে না, তার জায়গায় আনা যেতে পারত আফতাব অথবা অলক কাপালীকে। কিন্তু না আমাদে অভিজ্ঞ নির্বাচকদের পাওয়ারি চোখ পড়ল কায়েসের উপর।

কায়েস মনে হয় দল কে জয়ের মত কিছু এনে দিতে পারবে, এবং ভবিষ্যতে এনে দিয়েছিল। এবার আসুন বোলিং লাইনে। দলে নিয়ে রাখলো তিন অনাভিজ্ঞ পেসার কে। যে দল নাকি সব সময় স্পিনের উপর নির্ভরশীল সে দলেই রাখলো নব তিন পেসার। এটা কোন মানে হল? এখানে যে কোন একজন কে বাদ দিয়েতো মূল স্পিনার রাজ্জাক অথবা এনামুলকে নিতে পারত।

কিন্তু তা করল না তারা। করলে যদি দল ভাল কিছু করে ফেলে। জায়গায় জায়গায় তাদের ভুল। এরাই ক্রিকেট কে উন্নতি করতে দিবে না। এরা সবাই নিজের স্বার্থ চিনে।

দেশের কোন উন্নতি হোক এটা তারা চায় না। আপনাদের কাছে প্রশ্ন রইল আমার, এখানে আমার কথাগুলো কি সঠিক?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.