আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র কোরআন শরীফের একটি সহজবোধ্য অনুবাদ: ছন্দোবদ্ধ বাংলা কোরআন, পর্ব-১



পবিত্র কোরানের যে নতুন ধরনের অনুবাদটি আমি হাতে পেয়েছি সেটার নাম হল "ছন্দোবদ্ধ বাংলা কোরআন"। একে কাব্য কোরানও বলা চলে কারন এটি পুরোপুরি কাব্যিক ভঙ্গিমায় লেখা হয়েছে। আরবির পরে অন্যকোন ভাযায় কোরানের এরকম ছন্দোময় অনুবাদ এই প্রথম। ইনশাল্লাহ এখন থেকে আমি এই কোরানের আয়াতসমূহ ব্লগে নিয়মিত ভাবে প্রকাশ করবো। ইসলাম গ্রুপে আমি এটা নিয়ে একটা পোস্ট দিছিলাম কিন্তু তেমন কোন রেসপন্স না পাওয়ায় আমি একটু হতাশ, তবুও আমি নিয়মিতভাবে ব্লগে পোস্ট করার চেষ্টা করব এবং কারো ভালো না লাগলেও চালিয়ে যাবো।

আজ দিচ্ছি সূরা ফাতিহা, নাস ও ফালাক্ব: সূরা আল-ফাতিহা শুরু করি আল্লার নাম আমি নিয়ে দয়া করে যান যিনি করুণা দিয়ে আল্লার জন্য রহে যত গুণ-গান পালন করে যিনি সকল জাহান পরম করূণাময় তিনি দয়াবান রোজ কিয়ামতে যিনি করিবেন বিচার ইবাদত আমরা সবাই করি আপনার আপনারি সাহায্য মোরা চাই ইবাদতে চালান মোদেরে যেন সেই সোজা পথে চলেছে যারা সব সেই পথ ধরে আপনার দয়া রয় যাদের উপরে আর যারা চলে সব সেই পথে নয় আপনার গজব যেথা আপতিত হয় আরো যেই লোকেরা ভুল পথে রয় এইসব চাওয়া যেন মন্জুর হয়। । সূরা নাস বল আমি আশ্রয় করেছি গ্রহন মানুষের রবের কাছে আছি সমর্পন। অধিপতি আছেন আরো যিনি মানুষের একই মাবুদও তিনি আছেন তাদের। অনিষ্ট হতে আরো ক্ষতিকর তারা কুমন্ত্রণা গোপনে দেয় অপকারে যারা।

মানবের অন্তরে করে কুমন্ত্রণা প্রদান হোক সে জ্বীন বা হোক ইনসান!! সুরা ফালাক্ব বল আমি গ্রহণ করি আশ্রয় তার এক সেই প্রভু যিনি প্রভাত বেলার তাহার যত কিছু আরো সৃষ্টি করা আছে অপকারে আসে না যেন আমার কাছে; রাতের অনিষ্টকারী আছে সব যতো গভীর আঁধার যখন হবে সমাগত আছে যত অপকারী অশুভ নারী খারাপ করে যারা গিঁড়া ফুৎকারী হিংসায়ও আর যারা জ্বলে-পুড়ে মরে অপকার করে না যেন আমার উপরে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.