বিএনপি সমর্থিত রাষ্ট্রবিজ্ঞানী ও আইনজীবীরা অভিযোগ করে বলেছেন, ওয়ান ইলেভেনের পট পরিবর্তন, অনুষ্ঠিত নির্বাচন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দেশের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদি ষড়যন্ত্রের অংশ।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ১১ জানুয়ারি কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব অভিযোগ করেন।
বিচারপতি টিএইচ খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ, কলা অনুষদের বর্তমান ডীন অধ্যাপক সদরুল আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ প্রমুখ।
ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতে বাংলাদেশের অর্জন নেই মন্তব্য করে বক্তারা বলেন, আস্থা অর্জনের নামে প্রধানমন্ত্রী ভারতের কাছে মাথা নত করেছেন।
১১ জানুয়ারিকে গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র আখ্যায়িত করে বক্তারা বলেন, দেশকে পরনির্ভরশীল করে দেয়ার জন্যই ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র করা হয়েছে।
এ সময় দর্শক সারিতে বসা ছিলেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী, মির্জা আব্বাস, প্রচার সম্পাদক জয়নাল আবেদিন ফারুকসহ বিএনপি নেতাকর্মীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।