শেষ বলে কিছু নেই
প্রথম ভালোবাসা পাওয়া,
একটি কবিতার জন্মের সমান কষ্টময়
যেন খুব ভেঙেচুরে প্রবল তাণ্ডবে
নতুন কিছু সৃষ্টি হল এই জামানায়
ভালোবাসা আমাকে সুখও দিয়েছে:
সুখের উন্মত্ততায় অন্ধকারের সাগর সেঁচে
কুড়িয়েছি মুক্তময় রাত
আহারে স্পর্শ! কখনও মাখন-কোমল
কখনও ঘটায় তুমুল সংঘাত!
কত কত বোধ গাংচিল হয়ে উড়ে গেছে, আর
নক্ষত্রের ধুলো নাকে-মুখে-ঠোটে মেখে
ফেরৎ উড়ালে নিয়ে এসেছে রাশি রাশি পদ্য
সময় কী গতিময়!
ঝড়-ঝঞ্ঝা-বাদলে জীবন কী অনবদ্য!
প্রথম ভালবাসা হারানো
গদ্যের মত নিপাট কর্কশ কঠিন এক স্থিরতা
ধীরে-সুস্থে ফেলা জীবনের সমান এক দীর্ঘশ্বাস
যেন গল্পের এক সম্পূর্ণ সমাপ্তি-বিন্যাস
ভালোবাসা, তোমাকে কী নাম দিই?
পদ্যের অস্থির-সুন্দরতায়
আর গদ্যের কন্টকময় স্থিরতায়
ভালোবাসা, তুমি এক আশ্চর্য় ক্যাকটাস...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।