আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার মঞ্চে আলভী

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ও লাঙ্ তারকা আলভীর জন্ম সংস্কৃতিমনা একটি পরিবারে।

টিভি নাটকের শুটিংয়ের ফাঁকে সুযোগ পেলেই তিনি মঞ্চে অভিনয় করেন। কুষ্টিয়ার 'বোধন' থিয়েটারে তার একাধিক নাটক মঞ্চস্থ হয়েছে। সেই ধারাবাহিকতায় তিনি প্রথমবারের মতো ঢাকার শিল্পকলার এঙ্পেরিমেন্টাল হলে 'বকফুল কন্যা' নাটকে অভিনয় করতে যাচ্ছেন। নাটকটি মঞ্চস্থ হবে আগামীকাল শক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

এর আগে নাটকটি একাধিকবার কুষ্টিয়ায় মঞ্চায়িত হয়েছে। এবার ঢাকায় মঞ্চস্থ হচ্ছে নাটকটি। ঢাকার দর্শক প্রথমবার আমার অভিনয় দেখতে পারবেন মঞ্চে। ' আলভী আরও জানান, এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন তার বর আমীর হাসান। তার বাবা আমিরুল ইসলামকে রাজার ভূমিকায় দেখা যাবে।

নাটকটির আবহসংগীত করেছেন তার মা আশরাফুন্নাহার দিনু। আলভী মঞ্চ নাটকের পাশাপাশি ছোট পর্দার একাধিক ধারাবাহিক ও খণ্ড নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, 'উত্তরাধিকার', 'ভীমরতি', 'মায়াজাল', 'ঝুলন্ত বাবুরা', 'লেডিস ফার্স্ট', 'ইতি দুলাভাই', 'বাউকুড়ানি'। সম্প্রতি 'চান্দের গাড়ি' শিরোনামের নতুন একটি ধারাবাহিকের শুটিং শুরু করেছেন তিনি। পাশাপাশি ঈদের নাটকেও অভিনয় করছেন।

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।