একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...
রিয়াদ এই পর্যন্ত একদিনের ম্যাচ খেলেছে ৪১ টি।
এই ৪১ টি ম্যাচের মধ্যে ব্যাটিং করেছে ৩৩ টি ম্যাচে।
এই ৩৩ টি ম্যাচের মধ্যে ১১ টি ম্যাচেই রিয়াদ অপরাজিত ছিলো।
এবারের ট্রাই ন্যাশন সিরিজের শেষ তিনটি ম্যাচেই রিয়াদকে কেউই আউট করতে পারেনি!
সিরিজের চার ম্যাচে রিয়াদের মোট রান ১৯৩ (৪৫, ৬০*, ২৪*, ৬৪*) যা এই টুর্নামেনেট্র এখন পর্যন্ত তৃতীয় সবোচ্চ রান। (সর্বোচ্চ রান এখন পর্যন্তঃ বিরাট কোলি-২৩৯*)
ক্রিকইনফেতে রিয়াদের একদিনের ম্যাচের রেকর্ড অসাধারণ।
মোট ম্যাচঃ ৪১ টি
ইনিংসঃ ৩৩ টি
মোট রানঃ ৭৫৬
সর্বোচ্চঃ ৬৪*
গড়ঃ ৩৪.৩৬
শুধুমাত্র এই সিরিজের জন্য নয়, পূর্ববর্তী রেকর্ডের জন্যও রিয়াদকে "দ্যা নট আউট" রিয়াদ উপাধিটা দেয়া যায়।
রিয়াদের একদিনের ম্যাচের সম্পূর্ন রানের তালিকা।
-------------------------------------------------------
-------------------------------------------------------
বাংলাদেশ জাতীয় দলে তিন আই সি এল ক্রিকেটার. . .
রকিবুল নাকি আফতাব?
বর্তমান বাংলাদেশ ক্রিকেট দল কি ভারত, শ্রীলংকা অথবা বড় দলকে হারানোর ক্ষমতা রাখে?
শাহরিয়ার নাফিস এবং আফতাবকে সুযোগ দেয়া হোক
ত্রিদেশীয় সিরিজের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।