"আপনি কি পেপার-পত্রিকা পড়েন না ? দেশে কি হইতেছে জানেন না ? আপনি কি স্বর্গে থাকেন ? " (ইংগীত : রাবি আর সাস্টে ছাত্রলীগ কর্তৃক শিক্ষক প্রহৃত)
"সীট দিলেন না, এখন আমরা একজন পাঁচটা কইরা সীট নিয়া থাকবো, জ্ঞাতি-গোষ্ঠী সব আইনা হলে রাখবো, দেখি আপনি কি করতে পারেন ?"
"একজন হল-প্রভোষ্ট আপনারে ফোন দিয়ে রিকোয়েস্ট করে আর আপনি সীট দেন না , এটা কেমন কথা !!"
"আপনি কি নীতি দেখান ? তাহলে যখন আলী মর্তুজাকে বুয়েট এর ভিসি করা হয়, তখন তো সব স্যারদের পদত্যাগ করা উচিত ছিলো, করে নাই ক্যান ?"
"পরীক্ষা পিছানো আন্দোলন সহ কোন সমস্যা সমাধান করতে তো আমাদেরকেই ডাকেন, আর এখন আমাদের পোলাপানকে সীট দিচ্ছেন না? আমরা যদি সীট না পাই, তাইলে আমাদের মান-সম্মান থাকে ? "
স্মৃতি হলে সীট এলোকেশনের লিষ্ট এখনো অবশ্য পাবলিশ হয় নাই, তবে ছালীরা খবর পাইসে । তাদের কিছু কর্মীর নাম নাকি তালিকায় আসেনাই। গতকাল সন্ধ্যা সাতটার দিকে তারা হল গেটের সামনে সব ছাত্র-স্টাফের সামনে প্রকাশ্যে প্রভোষ্ট স্যারকে চার্য করে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।