আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার ব্লগার রা আসুন কাধে কাধ মিলিয়ে ব্লগিং করি

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ মুক্তি সেখানে অসম্ভব

ইতিমধ্যে অনেক জেলা নিয়ে গ্রুপ হয়ে গেছে কিন্তু রাজধানী ঢাকার কোন গ্রুপ নাই। অথচ বেশিরভাগ ব্লগারই ঢাকার। কয়েকদিন আগে দেখলাম শীতবস্ত্র বিতরনের জন্য ঢাকা থেকে কে প্রতিনিধিত্ব করবে ? ঢাকায় কোন কোন ব্লগার থাকেন হারিকেন দিয়ে খোজা হচ্ছিল। তখন মনে হল ঢাকার কোন গ্রুপ থাকলে এত ঝামেলা করতে হত না। অপেক্ষা করছিলাম এমন একটা গ্রুপের অপেক্ষায়। কিন্তু কেউ এই ধরনের কোন গ্রুপ তৈরী করে নি। শেষ পর্যন্ত আমি নিজেই " আমরা ঢাকায় থাকি " নামে একটা গ্রুপ তৈরী করলাম। আশাকরি এই গ্রুপে জয়েন করে আমরা ঢাকায় থাকি " গ্রুপটাকে সমৃদ্ধশালী করবেন। যারা আবেদন করতে পারবেন- ঢাকার স্থায়ী-অস্থায়ী সবাই আবেদন করতে পারেন অর্থাৎ, ঢাবি,জাবি,বুয়েট,ডিএমসি,এসএসএমসি, ঢাকার বিভিন্ন প্রাইভেট ভার্সিটি,ঢাকার বিভিন্ন জাতীয় ভার্সিটিতে যারা লেখাপড়া করেন অথবা ঢাকায় যারা চাকরি করেন তারা সবাই আবেদন করতে পারেন মূলত বিভিন্ন প্রয়োজনে ঢাকাকে যারা প্রতিনিধিত্ব করতে পারবেন --আপডেটেড

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।