ফ্রান্স বোরকার বিরুদ্ধে একটি কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে। যে সব নারী বোরকা পড়ে জনসমক্ষে যাবেন তাদের ১ হাজার ৮০ ডলার জরিমানা করা হবে।
ফরাসি পার্লামেন্টে ক্ষমতাসীন ইউএমপি দলের সভাপতি জীন ফ্রানসয়েস কোপ বলেছেন, আইনটি করা হবে নারীদের আত্নমর্যাদা রক্ষা করতে। কোপ বলেছেন বোরকা চরমপন্থাকে উৎসাহিত করে। ।
ফরাসি প্রেসিডেন্ট নিকোল সারকোজি দীর্ঘদন ধরে নারীদের বোরকা পড়ার তীব্র বিরোধিতা করে আসছেন।
জনসমক্ষে প্রকাশ্যে রাস্তায় কিংবা সরকারী ভবনগুলিতে বোরকা পরে যাওয়া যাবে না। কেবল বোরকা নয় আপাদমস্তক ঢেকে প্রকাশ্যে গেলেই তারা এই আইনের আওতায় পড়বেন।
সাধু সাধূ। এই আইনটি নাকি নারীদের আত্নমযার্দা রক্ষা করতে করা হচ্ছে।
ফ্রান্সের কোন নারী কি কখনও ফ্রানসয়েস কোপ এর কাছে আবেদন করেছেন যে বোরকা পড়ার কারণে তাদের আত্নমর্যাদা ক্ষুন্ন হচ্ছে। তাহলে ফ্রানসয়েস কোপ এই তথ্য কোথায় পেলেন। স্বপ্নে পেয়ে থাকলে আমাদের কিছু বলার নাই। স্বপ্নে কত লোক কত রোগের অষুধ লাভ করছে আর এটাতো সামান্য জিনিস।
তার মতে বোরকা চরমপন্থাকে উৎসাহিত করে।
চরমপন্থীরা কবে থেকে আবার বোরকা পড়া শুরু করে দিল। চরমপন্থীরা কোট, টাই, শার্ট প্যান্ট ও পড়ে থাকে। তাহলে অচিরেই কি আইন করা হবে রাস্তায় শার্ট, প্যান্ট পরে বের হওয়া যাবে না। তাহলেতো ভালই এই শীতে মাইনাস জিরো ডিগ্রী সেলসিয়াস টেম্পেরাচারে দিগম্বর অবস্থায় রাস্তায় বের হতে হবে।
ফরাসি প্রেসিডেন্ট নিকোল সারকোজি দীর্ঘদন ধরে নারীদের বোরকা পড়ার তীব্র বিরোধিতা করে আসছেন।
জনসমক্ষে প্রকাশ্যে রাস্তায় কিংবা সরকারী ভবনগুলিতে বোরকা পরে গেলেই ১ হাজার ৮০ ডলার জরিমানা করা হবে। কেন?
প্রত্যেক দেশের নাগরিকের কিছু নাগরিক অধিকার রয়েছে। সরকারের তাতে হস্থক্ষেপ করার কোন অধিকার নেই। ফ্রন্সের নারীদের অধিকার রয়েছে তাদের পছন্দ অনুযাযী পোশাক নির্বাচন করা। কোন নারী যদি তার ধর্মীয় মূল্যবোধ থেকে বোরকা বেছে নেয় তাহলে তাতে বাধা দেয়ার কোন অধিকার আমাদের নেই।
এটা তার স্বাধীনতা। মিনি স্কার্ট পরতে যদি কোন বাধা না থাকে তাহলে বোরকা পড়াতে বাধা কোথায়।
কোন বাঙ্গালী যদি পশ্চিমা বিশ্বের কোন দেশে যায় তবে লুঙ্গি, পাঞ্জাবী পরে সে বাইরে বের হতে পারবে না। তাতে সাহেবদের মান যায়। আবার পাশ্চাত্যের একজন লোক আমাদের এখানে তার দেশের ঐতিহ্যবাহী পোশাক কোট, টাই পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে।
এতে করে কিন্তু আমাদের জাত যাচ্ছে না।
সম্ভবত আমরা এখনও সভ্য হতে পারিনি। তথাকথিত ঐ সব সভ্য দেশ থেকে আমাদের হয়ত আরও অনেক কিছু শেখার বাকী।
সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।