sabujs@yahoo.com
দুই মুঠো রোদ্দেুরে আকন্ঠ ডুবি ..... তবু
বুকের চিলেকোঠায় জমে জমাট অন্ধকার ।
মেঘের আলোয় আরো মেঘ জমে
ছড়ানো রৌদ্রের আলতো ডানাভাসে সমস্ত উঠোনময় ...
আমি একা হাটি
পথ , নদী , সভ্যতা , জনপদ পেরিয়ে দেখি
হেমন্তের জমানো ফসল ঘরে ঘরে ছড়ায় জীবনের ঘ্রান ....
অনেক অবাক করা রাত্রি এসে
কঙ্কাবতীর পায়ের কাছে লুটিয়ে বলে,
রাজকন্যে , আমায় তুমি গ্রহন করো তোমার ললাটে ....
দ্যাখ ,
কপালের রাজটীকা মুছে আমি আলস্যে গা ছড়াবো তোমার পদতলে
কবেকার আবহমান ঘুমন্ত রূপকথার মোড়ক খুলে ....
নাহয় একটু ভুল করে হলেও জেগে ওঠো .....
আর কতোকাল ঘুমাবে বলো ??..... এই জেগে থাকা রৌদ্রের আঙিনায়....
পথে পথ জনপদ আলগোছে হারিয়ে যায়
জীবনের বিবিধ চকমকে বর্শার তীক্ষতা
আলতো ডিঙিয়ে আমি পা বাড়াই ঘুমন্ত রাজকন্যার দেশে
যেখানে হাওর , ডিঙি আর লাবন্য নদী
অদ্ভুত মাদকতায় আমার রক্তে উজানের স্রোত আনে
পায়ে পায়ে এগিয়ে যাই ফেরারী তরুনের বেশে
দূরদেশে হাতছানি দেয় প্রেম .....
কঙ্কাবতীর দল এসে ঘুমের গভীরে আমার স্বপ্ন দেখায়, আর বলে ,
যুবক , এসো ধরো হাত .....
ললাটে নাও রাজটীকা আর মাথায় সূর্যের মুকুট ....
আমি তোমায় দেখাবো চলো ......
যেখানে দিগন্তে জমে মেঘ ... পাহাড়ের পাদদেশে জোৎস্নার স্রোতের মতো--
হরিৎ অরন্যে জাগে বাতাসের ঢেউ ...
আমি তোমায় শেখাবো অশ্বিনী , বিশাখা আর স্বাতীতারার রূপকথা ...
আমার আর রূপকথা শোনা হয়না ....
জানি, প্রপিতামহের সোনালি ফসলের মতো
পৃথিবীর সেইসব প্রাচীন রূপকথা ...
গাঢ় রাত্রে জমাবে নক্ষত্রের ঘুম ............
জীবন , যদি দেবেই তবে হারিয়ে যাওয়ার ভয় কেন ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।