আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতা সংগ্রামে উদীচীর ভূমিকা ছিলো সবচেয়ে প্রসংসনীয়_ বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর তিন দিনব্যাপী তৃতীয় জাতীয় সাংস্কৃতিক সম্মেলনের উদ্বোধন ৭ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সাবেক তত্ত্বাধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। উদ্বোধনকালে তিনি বলেন, এদেশের স্বাধীনতা সংগ্রামে উদীচীর ভূমিকা ছিলো সবচেয়ে প্রসংসনীয়। স্বাধীনতা আনায়নে এর ভূমিকা চির স্মরণীয়।

পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত উদীচী মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াই করে আসছে। তিনি বলেন শত প্রতিকুলতার মধ্যদিয়ে উদীচী মেহনতি মানুষের জন্য সংগ্রাম করে যাবে। এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী বলেন, উদীচী সেই সংগঠন, যে ভয় পাই না, মাথা নত করে না। সর্বদা শোষিত বঞ্চিত ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে লড়াই করে। তিনি আরো বলেন, শুধু গান আর নাটকের মধ্যে উদীচী সীমাবদ্ধ নয়।

উদীচীর কর্মীরা সারাদেশে সাংস্কৃতিক কর্মী সৃষ্টি করে। বাঙ্গালীর হাজার বছরের সংস্কৃতিকে ধারন করে উদীচী এদেশের সংস্কৃতিকে রক্ষা করছে। এতে বিশেষ অতিথির বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বলেন, উদীচী একটি প্রতিবাদের নাম, সংগ্রামের নাম। উদীচী লড়াই করছে এদেশের মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্যে। তিনি বলেন, উদীচী লড়াই করছে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে।

বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে উদীচী সবচেয়ে বেশী লড়াইয়ে ভূমিকা রেখেছে। এদেশের সাংস্কৃতিক সংগঠনগুলোর পথ নির্দেশক হল উদীচী। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি গোলাম মোহাম্মদ ইদু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুল আলমের পরিচালনায় এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নিরঞ্জন অধিকারী, সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক শিবানী ভট্টাচায, সহ-সাধারণ সম্পাদক প্রবীর সরদার, সাংগঠনিক সম্পাদক জামশেদ আনোয়ার তপন ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুরাইয়া পারভীন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উদীচী একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। এটি ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিনণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

হাবিবুল আলম জানান, ৩দিনব্যাপী এ সম্মেলনে সারাদেশের ২ শতাধিক শাখা থেকে সহস্রাধিক শিল্পীকর্মী উপস্থিত হয়েছেন এবং আগামী দিন তাদের শিল্পকর্ম পরিবেশন করবেন। ৮ও ৯ জানুয়ারি বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীত, ঢেকির গান, বয়াতিগান, বিয়েরগীত, লোকগান ও নৃত্য, পূথিপাঠ, পথ নাটক, যাত্রাপালা, গম্ভীরা, ও লালনের গান পরিবেশন করবেন উদীচী’র সারাদেশ থেকে আসা বিভিন্ন জেলা ও শাখার শিল্পীরা। এছাড়াও ৯ জানুয়ারি বিকেল ৪টায় এ সম্মেলনে ‘সাংস্কৃতিক আন্দোলন-বর্তমানের দৃষ্টিতে ভবিষ্যৎ ভাবনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.