আমাদের কথা খুঁজে নিন

   

টুয়েন্টি নাইন ইজ বেটার দেন ক্যালটেক

আমি ব্লগ লিখি মূলত - আমার স্মৃতি,আমার চিন্তা-ভাবনা এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য।

শিরোনাম টা একটা নাটকের ডায়ালগ। নাটকের নাম কি, কোন চ্যানেলে দেখায়ছে - কিছু ই বলতে পারব না। কারন, চ্যানেল চেঞ্জ করতেছিলাম, হটাত করে চোখে পড়ে যায়। বলতে না পারার কারনে আমি দুঃখিত।

যাই হোক, টুয়েন্টি নাইন একধরনের কার্ড খেলা এবং খুব ই জনপ্রিয় একটা খেলা। আর, ক্যালটেক নিয়ে কি লিখব। অনেকের স্বপ্নের জায়গা - আমার ও। বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য এটা অন্যতম। তো নাটকটা ৩/৪ মিনিট দেখে যেটা বুঝলাম, এক ছেলে (খুব ই জিনিয়াস এবং যেহেতু জিনিয়াস, তাই কিছুটা পাগলাটে টাইপ) ক্যালটেকে যাওয়ার সুযোগ পেয়ে ও না যেয়ে, টুয়েন্টি নাইন খেলতে বেশী আগ্রহী।

নাটক-সিনেমায় অনেক কিছুই দেখায়, এটা নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নাই। আমি ও হই নাই, কিন্তু ডায়ালগ টা বেশ ভাল লেগে গেল। তাই ব্লগে টুকে রাখলাম। ক্যালটেকে কখনো যেতে পারব কিনা জানি না, কিন্ত একটা কথা আমি আমার বন্ধুদের (বিশ্ববিদ্যালয়ের বাইরের বন্ধু) প্রায়ই গর্বের সাথে বলি - জানিস, আমার থিসিসের সুপারভাইজার জাফর ইকবাল স্যার, ক্যালটেকে কাজ করত। তখন বন্ধুরা বলত, তাই নাকি, জাফর স্যার ক্যালটেকে কাজ করত! এরপর শুরু হয়ে যেত ক্যালটক নিয়ে আলোচনা।

এবং যথারীতি সেই আলোচনার প্রধান বক্তা থাকতাম আমি। সবাইকে শুভেচ্ছা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.