আমাদের কথা খুঁজে নিন

   

টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ-২০০৯, খেলা সমূহ দেখার জন্য পাইরেসীই ভরসা!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ
আজকে থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপ। যারা বাংলাদেশে ক্যাবল টিভির গ্রাহক আশা করি সবাই আনন্দ করে দেখবেন। তবে এটা কোনভাবেই বৈধ ভাবে দেখা হবে না অন্তত ক্যাবল অপারেটরগণের কাছে এই বাংলাদেশে বৈধ ভাবে এই টুয়েন্টি বিশ্বকাপ দেখার কোন উপায় নেই। কারণ এর একমাত্র বৈধ প্রচার স্বত্ব আছে ESPNSTAR গ্রুপের অধীনে STAR Cricket চ্যানেলের। আর এটা শুধুমাত্র ডাইরেক্ট টু হোম তথা DTH সার্ভিসের জন্য।

ভারতের মিডিয়া মাফিয়া গং ক্রিকেট খেলার জনপ্রিয়তা কে পুজি করে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ টূর্নামেন্ট গুলো কে কুক্ষিগত করে ফেলছে। এ ক্যাবল টিভি সংক্রান্ত কয়েকটি বিষয়ে গত মে মাসে একটি পোষ্ট দিয়েছিলাম; Click This Link ভারতে নিঃসন্দেহে বহু দর্শক টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের খেলা দেখা থেকে বঞ্চিত হবে। সে তুলনায় বাংলাদেশের দর্শকগণ অনেকটাই ঝামেলা মূক্ত। যেহেতু বাংলাদেশে ভারতীয় কোন DTH কোম্পানী(টাটা-স্কাই, ডিশটিভি) ইত্যাদির এজেন্ট নাই তাই ষ্টার ক্রিকেট পাইরেসী করে ক্যাবল টিভি নেটওয়ার্কে দেখা সম্ভব। এ ছাড়াও দক্ষিণ আফ্রিকার সুপার স্পোর্টস তো আছেই।

এই সবই সম্ভব যদি বাংলাদেশের সরকার ও প্রশাসন কোন বাধা না দেয়। এখানেই সবচেয়ে বড় এডভান্টেজ আমাদের। তাই সরকার যদি কোন DTH কোম্পানীকে আসার অনুমতি না দেয় বা তার অনুমোদিত এদেশীয় এজেন্ট কে লাইসেন্স না দেয় তাহলে বাংলাদেশের বিনোদন প্রেমী ও ক্রিড়াপ্রেমী দর্শকদের কে ভারতীয় মিডিয়া মাফিয়া গুলো কখনই জিম্মি করতে পারবে না। সবার পক্ষে এককালীন ১০/১৫ হাজার টাকা ইনষ্টলেশন খরচ এবং মাসিক ৫০০-৬০০ টাকা খরচ করে স্যাটেলাইট টিভি বিনোদন সম্ভবপর নয়। তাই সরকারের উচিত হবে ভারতীয় কোম্পানী ও সেই দেশের সরকারের চাপ উপেক্ষা করে বাংলাদেশে অবাধে বিভিন্ন চ্যানেল নিদান পক্ষে শুধুমাত্র ক্রিড়ার চ্যানেল সমূহ চলতে দেওয়া।

নতুবা ভবিষ্যতে ক্রিকেট তো বটেই ফুটবল বিশ্বকাপ দেখাও বাংলাদেশের নিম্ন ও মধ্যবিত্ত দর্শকদের জন্য অসম্ভব হয়ে যাবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.