আমাদের কথা খুঁজে নিন

   

টুয়েন্টি টুয়েন্টি টু থাউজেন্ড ফরটিন।




কী ক্রেজ ক্রিকেট
ক্রিকেট কী ক্রেজ
পৃথিবী জুড়ে লাগলো আমেজ
টুয়েন্টি টুয়েন্টি
টু থাউজেন্ড ফরটিন
ব্যাটের বলের ম্যাজিক প্রতিদিন
কী ক্রেজ ক্রিকেট
হয়তো ছক্কা নয়তো উইকেট
আবাল বৃদ্ধ বণিতা
দেখে যা দেখে যা
বলের ঘূর্ণিতে
কিংবা দূরন্ত গতিতে
ব্যাটসম্যান ধরাশায়ী
কখনো বা উল্টো
সীমানার বাইরে বলটা পড়লো
দর্শক উত্তাল—উত্তাল জনপদ
জিততেই হবে দেখবে বিজয়রথ
টুয়েন্টি টুয়েন্টি
টু থাউজেন্ড ফরটিন
ব্যাটের -বলের লড়াই প্রতিদিন
বিশাল ছক্কা মাটি কামড়ানো চার
দর্শনীয় ভঙ্গিতে ক্যাচ দৃষ্টি কাড়বে সবার
আছে কত ভেলকী
ব্যাটে বলের লড়াইয়ে
মনে লাগে দোলা কি?
জয় আর পরাজয়
নাই ডর নাই ভয়
জয়পরাজয় মাঝে
ক্রিকেটের বিজয় আছে
আরো আছে বীরত্ব
ত্যাগের মহিমা
ক্রিকেট কী ক্রেজ!
করেছে বিশ্বজয়
পত্রিকার পাতায় —চায়ের টেবিলে
আড্ডায় মুখর —সমর্থক সকলে
ব্যাটের বলের মনকাড়া জাদুতে
আমরা সবাই মেতে উঠি ক্রিকেটে
ক্রিকেট কী ক্রেজ!
ক্রিকেট জ্বরে —সকলেই সতেজ
টুয়েন্টি টুয়েন্টি
টু থাউজেন্ড ফরটিন।
--------------------------------
খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ২০১৪। স্বগতিক দেশ হিসেবে আমাদের গর্বের শেষ নেই। বাংলাদেশের টাইগাররা চমৎকার খেলে দেশবাসীর মুখ উজ্জ্বল করুক। চমৎকার সব বিজয় অর্জন করে ক্রিকেট বিশ্বে নিজের অবস্থান টুকু বুঝিয়ে দিক।

আর চমৎকার আয়োজনের মধ্য দিয়ে দেশের সুনাম বৃদ্ধি পাক। ক্রিকেটের জয় হোক। ক্রিকেটের উন্মাদনায় মেতে উঠি সবাই। ক্রিকেট জ্বরে লাগুক কাঁপন সারা বিশ্বে। আবারো শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য।

আবারো শুভকামনা সুুন্দর ক্রিকেটের জন্য ।
ছবি -নেট
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.