আমাদের কথা খুঁজে নিন

   

পাগলামী আর আনন্দময় একটি ঘন্টা

বা

পাগলামী আর আনন্দময় একটি ঘন্টা ও দুর্দান্ত! ও বন্ধনহীন! পাগলামীর আর আনন্দময় একটি ঘন্টা! ও আমি যে গহীন অতিন্দ্রীয় সুধা পান করতে চাই জীবনের! ও কখনো অদম্য কখনো মৃদু ক্রমাগত চাওয়া আমার! আমার ব্যাথা আমি উইল করে দিয়ে যাব আমার সন্তানে, সমস্ত নব দম্পতিকে আমি অসিয়ত করে যাব। ও স্থবির, শিথিল করো জলাবদ্ধ কুপের বন্ধন! ও গতিময়, বাইরে আলোকিত আকাশ আর বিশুদ্ধ বাতাস! এসো বেরিয়ে পড়ি, আমি আমা থেকে, তুমি তোমা থেকে! এসো বিধান আর দর্শন মুক্ত হই! উপলব্দি করি নিজেকে, আজকের কিম্বা যে কোন দিনের আমাকে, যেখানে আমি নিজের উপর সন্তুষ্ট ছিলাম। এসো ঝাপ দেই স্বাধীনতায়, ভালোবাসি স্বাধীনতা- আর বিপজ্জনক নিরুদ্দেশে হই ধাবমান- তীব্র কটাক্ষ আর প্রলয়ে ধ্বংস করি প্রহসনের সমস্ত আয়োজন- ঝাপিয়ে পড়ি হৃদয় উম্মুক্ততায়, দীক্ষা নেই হৃদয় ধর্মে হারিয়ে ফেলি, ছুড়ে ফেলি যা সত্যি হারাবার। আর জমে থাকা জীবনে দেই এক ঘন্টার পূর্ণ স্বাধীনতা নিক কালের পাগলামি আর আনন্দে- ঢং ঢং বেজে উঠে ঘন্টা, এক একটা জীবনের!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।