আমাদের কথা খুঁজে নিন

   

শীতার্তদের সহযোগিতার জন্য ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের ত্রাণ সংগ্রহ অব্যাহত

সত্য সব সময়ই সত্য, তবে আপেক্ষিকতার নিরিখে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়িন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে শীতার্ত মানুষের সহযোগিতার জন্য ৪ জানুয়ারি থেকে সারাদেশে ত্রাণ সংগ্রহ শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পুরানা পল্টন এলাকা ত্রাণ সংগ্রহ অব্যহত হয়েছে। ৬ জানুয়ারি এক যুক্ত বিবৃতিতে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মানবেন্দ্র দেব এবং সাধারণ সম্পাদক দেরদৌস আহম্মেদ উজ্জ্বল সারা দেশে সংগঠনের সকলকে ত্রাণ সংগ্রহে অংশ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং দেশবাসীকে সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান। পাশাপাশি দুস্থ মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র সরবরাহসহ সার্বিক দায়িত্ব গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান। আজ ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ফখরুদ্দিন কবির আতিক এবং সাধারণ সম্পাদক জনার্দন দত্ত নান্টু ও সারা দেশে সংগঠনের সকলকে ত্রাণ সংগ্রহে অংশ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং দেশবাসীকে সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই ছাত্র ইউনিয়িন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা শীতার্তদের সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহ করছে। ইতোমধ্যে এই সংগঠন দুটি উত্তরাঞ্চলের দিনাজপুরে সংগৃহীত শীতবস্ত্র ও খাবার বিতরণ করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.