আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকার আসলে কারা?? কমেন্টাইতে যাইয়া পু্ষ্টাইয়া ফালাইলাম

স্বপ্নেরা থাকুক স্বপ্নের মাঝেই

রাজাকার আসলে কারা?? প্রথমেই বইল্যা নিই আমি ব্যাক্তি আক্রমন করতে এই পুষ্ট দিতাছি না । লিঙ্কের পুষ্ট পড়ার পর আমার মনে উদয় হওয়া একান্ত নিজের কিছু চিন্তা ভাবনা শেয়ার করছি । রাজাকার আসলে কারা?? শিরোনামের পুষ্টে অনেক জ্ঞান গর্ভ আলুচনা আছে । আলুচনার শুরুতেই তেজপাতা ভাই রাজাকার শব্দের আক্ষরিক অর্থ বাইর করতে নামছেন । যেইটা আমার পছন্দ হয়নাই ।

মনে হইছে এইডা রাজাকার দের দোষ কমানোর প্রচেষ্টা মাত্র । যদিও পরবর্তিতে তিনি রাজাকার দের বিভিন্ন কুকর্মের বর্ননা দিছেন । এই খানে আমার কথা হইল রাজাকারের আক্ষরিক অর্থ কি সেইটা নিয়ে আমার কুনো মাথাব্যাথা নাই । যেমনটা নাই মীর জাফর শব্দের আক্ষরিক অর্থ নিয়া । মীর জাফর শব্দের বাংলা অর্থ আমি যা বুঝি তা হইল বিশ্বাস ঘাতক ।

আর তেমনি রাজাকার শব্দের বাংলা অর্থ আমি এখন যা বুঝি তা হইল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং ৭১এ নিরপরাধ বাঙালীর উপর অত্যাচারকারীদের সহযোগী ও সমর্থক । এইখানে ব্যাকরন কপচানো আমার পছন্দ হয়নাই । এরপর তেজপাতা ভাই ইতিহাসের পাতা খুইল্যা রাজাকারদের সমস্ত কুকর্ম বর্ণনা কইরা নামছেন যে সমস্ত লোকগুলো পাকিস্তানের অখন্ডতা চেয়েছে কিন্তু কোন রকম অনৈতিক কর্মকান্ডে জড়িত ছিল না তাদের নিরপরাধ প্রমানের লাইগ্যা । কিন্তু আমার ধারনা সেই রকম না । কারনটা একটু পরে বলতেছি ।

উদাহরন স্বরুপ বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম স্বাধীনতা চায়, আমি আপনি যদি তার বিরোধীতা করি আর তারা স্বাধীনতা পেয়ে যায় তাহলে কি আমরা রাজাকার হয়ে যাব? এখানে প্রথমে ভাবতে হবে কেন পার্বত্য চট্টগ্রাম স্বাধীনতা চাচ্ছে? কই রাজশাহী বিভাগ বা খুলনা বিভাগ তো স্বাধীনতা চাচ্ছে না । বলতে পারেন চট্টগ্রামের উপজাতিরা ভিন্ন সংস্কৃতির তাই তারা স্বাধীনতা চাচ্ছে । তাহলে সিলেটেও তো উপজাতি আছে, ময়মনসিংহেও তো আছে । তাছাড়া নোয়াখালী, বরিশাল, চাদপুর সহ আরও অনেক অঞ্চলেই তো এমনটা আলাদা সংস্কৃতি আছে। কই এরা তো কেউ স্বাধীনতা চাচ্ছে না ।

তাহলে পার্বত্য চট্টগ্রাম কেন স্বাধীনতা চাচ্ছে ? তারা কি কোন ভাবে বৈষম্যের শিকার হচ্ছে? সেটা আগে আমাদের দেখতে হবে । আমাদের সরকার যদি পার্বত্য চট্টগ্রামের মানুষের সাথে বৈষম্যমুলক আচরন করে (যেমনটা ৭১ পুর্ব বাংলাদেশে হয়েছিল) তাহলে প্রথমে তাদের দাবি মানতে হবে । কারন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার যতটুকু অধিকার আছে একজন উপজাতিরও ততটুকুই অধিকার আছে । তাকে সেই অধিকার দিতে হবে । কোন কারনে যদি সে বা তারা অধিকার না পায়, তাহলে তারা আন্দোলন করতেই পারে অধিকার আদায়ের জন্য ।

আর তখন যদি আমাদের সরকার তাদের বেসামরিক ও নিরপরাধ লোকজনের উপর অত্যাচার চালায় (যেমনটা ৭১এ বাঙালির উপরে হয়েছিল) তাহলে তারা অবশ্যই স্বাধীনতা দাবি করতে পারে । আমার কথা হল না বুঝে চোখ কান বুজে সরকার কে সমর্থন করাটা অপরাধ । সরকার যদি অপরাধ করে থাকে তাহলে আমি কোন ভাবেই সরকারকে সমর্থন করতে পারব না । আর যদি আমি সরকারের অনৈতিক কাজের খবর জেনেও তাদের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলি তাহলে আমি অবশ্যই রাজাকার । ৭১এ পাকিস্তান সরকার বাংলাদেশের উপর প্রথমে বৈষম্যমুলক আচরন করেছে ।

বাঙালিরা প্রথমে অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে । কিন্তু লাভ হয়নি । পরবর্তিতে অত্যাচার নিপিড়ন করেছে । মিলিটারিরা নিরপরাধ বাঙলির উপর যেরকম অত্যাচার করেছে তা বর্ণনা করার দরকার নাই । এইখানে কথা হল যে সমস্ত মানুষ এই সব অত্যাচার নিপীড়ন দেখেও পাকিস্তানের অখন্ডতা চেয়েছে তারা সবাই রাজাকার ।

তারা নিজেরা সেই নিপীড়নে সহযোগীতা করলেও রাজাকার । আর সব বুঝেও অত্যাচারকে যদি সমর্থন করে তাহলেও রাজাকার । এমনকি আজ ৩৮ বছর পর যারা সেই সময়ের রাজাকারদের সমর্থন করে তারাও রাজাকার । তবে কিছু মানুষ ছিল যারা মুক্তিযুদ্ধের পক্ষে থাকলেও বিভিন্ন কারনে রাজাকার হিসেবে নাম ঢুকে গেছিল । আবার পাকিস্তানি মিলিটারিতে থেকেও বাঙালির মুক্তির পক্ষেও কিছু লোক ছিল ।

তাদেরকে আলাদা করা গেলে ভাল । কিন্তু আজ এত বছর পর তাদেরকে আলাদা করা আসলেই প্রায় অসম্ভব । আমি আবারও বলছি রাজাকার মানে আমার কাছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং ৭১এ নিরপরাধ বাঙালীর উপর অত্যাচারকারীদের সহযোগী ও সমর্থক । সেই অর্থে বর্তমানে গোলাম আজম, নিজামী, মুজাহিদ সহ আরও রাজাকার দের যারা সমর্থন করে তারাও রাজাকার । তেজপাতা ভাইয়ের সাথে আমি কিছুটা একমত ।

এই অর্থে যে শুধু জামাত ইসলামীই একা রাজাকার তা নয় । আরও অনেক রাজাকার লুকিয়ে আছে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও । তাদেরও বের করে বিচার করতে হবে । ডিসক্লেইমার : যেহেতু শর্তাবলী মেনে নিজের ব্লগে যা খুশি লিখতে পারি তাই লিখলাম । প্রথম পাতায় হয়ত সামান্য সময় থাকবে, তবে তাতে আশাকরি কেউ কিছু মনে নিবেন না ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.