আমি একজন ব্লগ ভক্ত মানুষ।
প্রকাশ্যে পাবলিক প্লেসের ধূমপানের শাস্তি ৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা ও পাবলিক প্লেসের নিয়ন্ত্রকের ৫শ’ টাকার বিধান করে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হচ্ছে।
গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয় উত্থাপন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়। বৈঠকে মন্ত্রীসহ প্রধানমন্ত্রীর উপদেষ্টারা অংশ নেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, খসড়াটি এখন মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের সম্মতি পেলে চূড়ান্ত অনুমোদনের জন্য খসড়াটি আবারও মন্ত্রিসভায় তোলা হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সংশোধিত খসড়ায় ‘পাবলিক প্লেসের’ সংজ্ঞা সম্প্রসারিত করে নতুন করে নির্ধারণ করা হয়েছে। এ আইন বাস্তবায়নে ব্যর্থ হলে ‘পাবলিক প্লেসের’ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ৫০০ টাকা জরিমানার বিধান যোগ করা হয়েছে। নতুন সংজ্ঞায় ‘পাবলিস প্লেস’ বলতে সম্মিলিতভাবে ব্যবহারযোগ্য বিভিন্ন সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার স্থান বা ভবনকে বোঝানো হয়েছে।
এর মধ্যে রয়েছে—বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, খেলার মাঠ, বিভিন্ন অফিস, বিপণি বিতান, বাজার, জনসমাবেশ, মেলা, বাসস্ট্যান্ড এবং বাসযাত্রীদের দাঁড়ানোর লাইন ও পাবলিক টয়লেট।
এসব স্থানে ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহারের জন্য শাস্তি দেয়া যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ জন্য জরিমানা করতে পারবেন। যে কোনো ভুক্তভোগী নাগরিক এসব অপরাধের জন্য অভিযোগ করতে পারবেন।
পাতা ছাড়াও তামাক ও তামাকজাতীয় গাছের শেকড়, ডাল বা অন্যান্য অংশকেও সংশোধিত আইনে ‘তামাকজাতীয় দ্রব্য’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
বিড়ি ও সিগারেট ছাড়াও গুল, জর্দা, খর এবং তামাকের সাদা পাতাও তামাকজাতীয় দ্রব্য হিসেবে গণ্য হবে।
তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রচার করলে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান করার বলা হয়েছে আইনের খসড়ায়। বর্তমানেও এ জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন দেয়া ও প্রচার নিষিদ্ধ রয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।