আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজারে মিয়ানমারের ৩৯ নাগরিক গ্রেপ্তার : যায়যায়দিন ৫/১/২০১০

যখন শুনি কেউ এদেশের খেয়ে-পড়ে দুর্ণাম করে এ দেশের তখন শরীরে জ্বালা ধরে যায়, ইচ্ছে করে পিষে মারি শা__দের।

কক্সবাজারে মিয়ানমারের ৩৯ নাগরিক গ্রেপ্তার Click This Link কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার শহরে অবৈধভাবে বসবাসকারী মিয়ানমারের নাগরিকদের বিরম্নদ্ধে প্রথমবারের মতো ধরপাকড় অভিযান শুরম্ন করেছে পুলিশ। গত দুদিনের অভিযানে ৩৯ জনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, জেলা সদরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লড়্গ্যে এ অভিযান চালানো হচ্ছে। সংশিস্নষ্ট সূত্র জানায়, কক্সবাজার শহরে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিক-দের উৎপাত অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে।

বিশেষ করে চলতি পর্যটন মৌসুমকে সামনে রেখে মিয়ানমারের হাজার হাজার নাগরিক সীমানত্ম অতিক্রম করে কক্সবাজারে চলে আসে। এখানে এসে তারা পর্যটক হয়রানি, মাদক ব্যবসা, চুরি-ডাকাতি, প্রতারণাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাে- জড়িয়ে পড়ে। এতে জেলা শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দারম্নণ অবনতি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য স্থানীয় বাসিন্দারা মিয়ানমারের নাগরিকদের বিরম্নদ্ধে ধরপাকড় অভিযানের দাবি জানায়। এরই পরিপ্রেড়্গিতে কক্সবাজার সদর মডেল থানার নবাগত ওসি প্রদীপ দাশ এ ধরপাকড় অভিযান শুরম্ন করেন।

পুলিশ সূত্র জানায়, কক্সবাজার শহরে প্রথমবারের মতো পরিচালিত এ অভিযানে রোববার রাতে ২৬ জন এবং সোমবার সন্ধ্যা পর্যনত্ম মিয়ানমারের আরো ১৩ নাগরিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ৩০টি রিকশাও আটক করা হয়। ওসি প্রদীপ কুমার জানান, গ্রেপ্তারকৃতদের বিরম্নদ্ধে বিদেশি নাগরিক আইনে তিনটি মামলা করা হয়েছে। তাদের আদালতে সোর্পদ করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ধরপাকড় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উলেস্নখ্য, এতোদিন কেবল মিয়ানমারের সীমানত্ম এলাকা উখিয়া-টেকনাফে এ অভিযান চালানো হলেও কক্সবাজারে এই প্রথমবারের মতো অভিযান চালানো হলো। বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম আনোয়ার কক্সবাজারে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিকদের বিরম্নদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানিয়ে বলেন, অনুপ্রবেশকারীদের শরণার্থী শিবির অথবা নিজ দেশে পুশব্যাক করা উচিত। এদিকে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির আবদুলাহ গতকাল দুপুরে যায়যায়দিনকে জানান, কক্সবাজার পৌর এলাকায় ভোটার তালিকা হাল নাগাদের সময় ১৫ হাজার ৫১৩ ভোটার নিবন্ধিত হয়েছে। তাদের মধ্যে মিয়ানমারের নাগরিক অনত্মর্ভুক্ত হয়েছে কি না তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।