আমাদের কথা খুঁজে নিন

   

আইনমন্ত্রীর বক্তব্যে তীব্র নিন্দা ও ক্ষোভ



ইসলাম উৎখাতের চেষ্টা করলে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনী ধর্মভিত্তিক তথা ইসলামী রাজনীতি বন্ধে আইনমন্ত্রীর ঘোষণায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ইসলামী রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়ে আইনমন্ত্রী এ দেশের ইসলামী জনতার কলিজায় আঘাত করেছে। কারণ ইসলামে রাজনীতি ধর্মেরই একটি অংশ। ইসলামের এই অংশকে নিষিদ্ধের ঘোষণা দিয়ে তিনি মূলত ইসলামকে নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন। ইসলামকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে তিনি মুসলমান হওয়ার বৈধতা হারিয়ে ফেলেছেন। তিনি বলেন, ৫ম সংশোধনীতে সংবিধানে আল্লাহর নাম, আল্লাহর উপর পূর্ণ আস্থা সংযোজন করে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে এ দেশের ইসলামী জনতার আশাকেই পূরণ করা হয়েছিল।

এখন যারা ক্ষমতায় গিয়ে ইসলামকে পথের কাটা হিসেবে দেখছে, আর ইসলাম উৎখাতের হাতিয়ার হিসেবে ক্ষমতাকে ব্যবহার করছে, তাদের মনে রাখা উচিত তারা ক্ষমতার মসনদে বেশিদিন থাকতে পারবে না। তিনি বলেন, যেসব অসৎ আলেম এখনো এই ইসলাম বিদ্বেষী আইনমন্ত্রীর পক্ষে কথা বলে, মুসলিম জনতার রুদ্ররোষ থেকে তারা বাঁচতে পারবে না। গতকাল সোমবার বিকেলে লালবাগস্থ কার্যালয়ে তাৎক্ষণিক এক বৈ�� কে মুফতী আমিনী এ কথা বলেন। বৈ�� কে মহাসচিবসহ নির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আওয়ামী লীগ সংবিধানে বিসমিল্লাহ, ইসলামী রাজনীতি, রাষ্ট্রধর্ম ইসলাম ও সংবিধানের মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এ কথা থাক তা চায় না বলেই পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল প্রত্যাহার করে নিয়েছে।

সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষতাবাদের দিকে ফিরে যাওয়ার ষড়যন্ত্র এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের পাঁয়তারার উদ্যোগে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এ দেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহীম থাকবে, মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, রাষ্ট্রধর্ম ইসলাম ও ইসলামী রাজনীতি চলবে এটাই স্বাভাবিক। এসব কিছু বাতিল করে একদলীয় বাকশালী শাসনে ফিরে যেতে আওয়ামী লীগ পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল প্রত্যাহার করেছে। বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ ও মহাসচিব মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ খান এক যুক্ত বিবৃতিতে বলেছেন, '৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার জন্যই ৫ম সংশোধনী বাতিল করা হয়েছে।

অন্যথায় জাতীয় গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িত মামলায় সরকার চাইলেই আপিল প্রত্যাহার করতে পারে না। সরকার পক্ষের ভূমিকায় মনে হয় ইসলামী দলগুলোকে নিষিদ্ধ করে ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র বাস্তবায়ন হতে যাচ্ছে। এতে দেশে নতুন করে বিশৃক্মখলা সৃষ্টি হবে। ইসলামী রাজনীতি বন্ধের আইনমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা নেজাম উদ্দীন গতকাল এক বিবৃতিতে বলেন, আইনমন্ত্রী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের আইনমন্ত্রী। আপনি ইসলামী রাজনীতি বন্ধের হুমকি দিয়ে নিজেই বুঝতে পারছেন কিনা যে শতকরা পঁচাশিভাগ মুসলমানদের বিরুদ্ধে আপনি বক্তব্য রাখছেন।

এ ধরনের বক্তব্য ও কর্মকান্ড থেকে বিরত না থাকলে জনগণ অবশ্যই সমুচিত জবাব দেবে। তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী এক বিবৃতিতে ৫ম সংশোধনী বাতিল করে হাইকোর্ট বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা আপিল প্রত্যাহারের ঘটনাকে নজিরবিহীন ও দুরভিসন্ধিমূলক আখ্যায়িত করে বলেন, এটা দেশের শতকরা ৯০ ভাগ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত। বিবৃতিতে তিনি বলেন, '৭২ কিংবা '৭৫-এর সংবিধানে ফিরে যাওয়ার অর্থ হবে সেকুলারিজমকে প্রতিষ্�� া করা এবং বহুদলীয় শাসন বিলুপ্ত করে দেশে একদলীয় শাসনের দিকে অগ্রসর হওয়া। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পঞ্চম সংশোধনী বাতিল হয়ে গেলে সংবিধানের মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের কথা থাকবে না। ধর্মনিরপেক্ষতার নীতি বাস্তবায়ন হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.