* মক্কেলরা আইনজীবীদের লাঠিয়ালের মতো ব্যবহার করছে
* আইনজীবীরা লার্নিংয়ের চেয়ে আর্নিংয়ে ব্যস্ত
মিলটন আনোয়ার:
আদালতে মামলা জট এতটাই প্রকট হয়েছে যে কারণে খোদ আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ শনিবার রাজধানীতে এক সেমিনারে এ আশঙ্কা করেছেন। তিনি বলেন, যে বিচার পদ্ধতি আমরা অনেক দিন ধরে অনুসরণ করে আসছি, তা যদি চালু রাখি তাহলে বিচার ব্যবস্থা ভেঙে পড়া ছাড়া আর কোনো পথ থাকবে না। বিয়াম মিলনায়তনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি আব্দুর রশিদের সভাপতিত্বে কমিশনের সদস্য, উচ্চ আদালতের বিচারক ও বিশিষ্ট আইনজীবীরা বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, আমাদের দেশে আদালত ও মামলা ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল।
জ্যেষ্ঠ কোনো আইনজীবী তৎপর হলে বিচারপতিরা ওই মামলাকে গুরুত্ব দেন। কিন্তু স্বল্প আয়ের মানুষের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী নিয়োগ সম্ভব হয় না বলে তার দুর্ভোগ আরো বেড়ে যায়। বছরের পর বছর ধরে ওই মামলা ঝুলে থাকে। তিনি বলেন, জ্যেষ্ঠ আইনজীবীদের কারণে এডিআর কার্যকর হয়নি। বিভিন্ন স্থানে এডিআর পরিচালনার জন্য যেসব জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়োগ দেয়া হয়েছিল, তারা নিজেদের মামলা নিয়েই ব্যস্ত ছিলেন।
ড. কামাল হোসেন বলেন, শত বছরের বিচার বিভাগ আমাদের গর্ব। এ সময়ে আইনজীবীরাও বিচার বিভাগের আস্থা অর্জন করেছে। কিন্তু ওই আইনজীবীদেরকেই আজ মক্কেলরা লাঠিয়ালের মতো ব্যবহার করছে।
বিচারপতি মীর্জা হোসোইন হায়দার বলেন, ‘আইনজীবীরা লার্নিং বিষয়টি ভুলে এখন আর্নিং-এ বেশি ব্যস্ত। তারা লার্নিংয়ে ফিরে গেলেই অনেক কিছু ঠিক হয়ে যাবে’।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।