তোমায় নিয়ে কবিতা লিখে
দিনযে গেল বয়ে,
তোমার মাঝে বিলিয়ে আমায়
থাকবো তোমার হয়ে =====
তোমায় নিয়ে বাসর গড়ি
ভাবি সারাক্ষন,
প্রসূন মেলা বলে আমায়
তুমি প্রিয়জন ======
তুমি আমার জীবন সাথী
জীবন চলার পথে,
ছিলে তুমি,আজো আছো
থাকবে আমার সাথে =====
তোমাকে পাবো যখন আরো
আপন করে,
থাকবে তুমি আমার পাশে
আমার বাসর ঘরে ======
,,,,,,,,,,,,,======,,,,,,,,,,,,,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।