আমাদের কথা খুঁজে নিন

   

নতুন বছর, নতুন জীবনের আহ্বান (হাবিজাবি)

পরাঞ্জয়ী...

একটি বছর, এক মিলিয়ন স্বপ্ন। সুখের স্বপ্ন, দুঃস্বপ্ন কিংবা কখনও দিবা স্বপ্ন! কেউ বা অতি প্রাপ্তির আহ্লাদে গদ গদ, কেউ বা কিছুই না পেয়ে নতুন করে স্বপ্ন দেখার তোড়জোড় নিয়ে ব্যস্ত! একটা ঘন্টা হাতে রেখে আসুন মিলিয়ে দেখি একটা বার। গত একটি বছরে কি পেয়েছি সেই হিসেব টা থাক, হালখাতা খোলার আগে দেখি কে কতখানি দিয়েছি। সে হোক কাউকে আঘাত দেয়া নয়তবা কাউকে সুখের সম্ভাবনার স্বপ্ন দেয়া! দেশটাকে কি দিলাম? না এখানেও কি পেলাম সে হিসেব নয়। যতক্ষন নিজে কিছু না দেয়া হয় ততক্ষন পাওয়ার আশা করা একদমই বেমানান! বড় কিছু না, আসুন ছোট কিছু দিয়েই শুরু করি।

ভাবুন তো আপনি আমি আমরা গত একবছরে রাস্তায় কত গুলো চিপস, বিস্কিট বা কলার ছোলকা ফেলেছি?!!! সেই কলার ছোলকায় পা পিছলে আনুমানিক কতজন আছাড় খেয়েছে এবং আহত হয়েছে। আবার আমরাই পরিবেশবাদীদের সাথে গলা মিলিয়ে বলেছি "আসুন দেশটাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখি"?!!!!! মনে করতে পারছেন? আমি চেষ্টা করছি, আপনিও করুন! আসুন হিসেব করি, কতবার আমরা একটা ম্যাচের কাঠি নষ্ট করার ভয়ে সারারাত গ্যাসের চুলাটা জ্বালিয়ে রেখেছি?!! (মেয়েরা ভাবলেই চলবে আপাতত)। হিসেব করে দেখি কতবার অকারনে ফ্যান, লাইট বা টেলিভিশন টা অন করে রেখেছি?! হ্যা, বিদ্যুৎ এর বিলটা আমরাই দেই। কিন্তু গ্যাস বিদ্যুতের বিল দেবার জন্য কিন্তু ভবিষ্যতে গ্যাস বা বিদ্যুতের দরকার হবে!! সে কি ভেবেছেন? আমি ভাবছি, আপনিও ভাবুন! আসুন একটু মিলিয়ে নেই, গত এক বছরে কত গুলো অনৈতিক ঘটনা ঘটেছে আমাদের সামনেই। ছিনতাই, ইভটিজিং কিংবা অন্য কোন অপকর্ম।

এর কতটির প্রতিবাদ করেছি আমরা, কিংবা যে কোন পদক্ষেপ? মনে পড়ছে? আরেকটু ভাবুন। অথচ আমরা ব্লগে এসে কিংবা বক্তৃতা দেবার সময় বলেছি " এসবের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে"!! আবার চোখের সামনে দেখলে বলি "শুধু শুধু ঝামেলায় জড়িয়ে কি লাভ?" ভেবেছেন? আমি ভাবছি! আসুন আরেকটু ভাবি, (পুরুষরা ভাবুন) বিবাহিত রা গত বছর কতবার স্ত্রীর গায়ে হাত তুলেছেন আর বাইরে গিয়ে বলেছেন "বউ পিটানো কাপুরুষের কাজ!"। সংসারে স্ত্রীর ভূমিকাকে একবারে নগন্য বিবেচনা করে তাকে তিরস্কার করেছেন? বাইরে বলেছেন "আমার বউ তো কিছু করেনা, ঘর সামলায়" ঘর সামলানো যখন কিছুই না, তখন সেই "কিছু না" টা কতবার করেছেন নিজে?! স্ত্রীরা ভাবুন আপনি সংসারকে কি দিয়েছেন, কত খানি দিয়েছেন? কি পেয়েছেন সে হিসেব আমি করতে বলিনি। আমিও ভাবছি! আপনারাও ভাবুন। একবার দুজন দুজনের হাত ধরে বলুন "সব ভুলে যাও, এস দুজন মিলে ভাল থাকি"! শীত পড়েছে জাকিয়ে।

নিউ মার্কেটে ৫০-১০০ টাকা করে শীতের পোশাক পাওয়া যায়। ২ টা গরম কাপড় কিনে কোন পথশিশুর হাতে দিয়েছেন কি? একদম ভুলে গেছেন তাইনা? আমি মনে করিয়ে দিলাম নিজেও মনে করলাম। আসুন একসাথে যাই নিউ মার্কেটে। যাবেন? আর না, থাক। আর বিরক্ত করবোনা।

এবার মিলিয়ে নেই উত্তর গুলো। আমি দোষী প্রমাণিত হয়েছি। আমার শাস্তি আমি নিচ্ছি। আপনারটাও নিতে ভুলবেন না, প্লীজ!!! পুনশ্চ : এবছরের হালখাতায় সব লিখে রাখবেন কিন্তু, তাহলে পরের বছর এত কষ্ট করে ভেবে ভেবে বের করতে হবে না!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.