আমাদের কথা খুঁজে নিন

   

তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা হবে: হাসিনা

I am active.

তিস্তাসহ অভিন্ন সকল নদ-নদীর পানি বণ্টন সমস্যার সমাধান করতে ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান। প্রধানমন্ত্রী তার সরকারের এক বছরের সাফল্যের কথা তুলে ধরে বলেন, ‘দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনার কারণেই বাংলাদেশ বিশ্ব মন্দার ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে‌’। তিনি আরো বলেন, ‘ভারতের সঙ্গে তিস্তাসহ আরো ৫৪ টি নদীর পানি নিয়ে আলোচনা হবে। ‌’ ইতিমধ্যেই টেকনিক্যাল কমিটির বৈঠক সম্পন্ন হয়ে গেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

অচিরেই সচিব পর্যায়ের আলোচনার পর জেআরসির বৈঠক হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘আমরা আবারো এ আলোচনা শুরু করতে যাচ্ছি। ‌ যেভাবে আমরা গঙ্গা পানি বন্টন সমস্যার সমাধান করেছি সেভাবেই ইনশাআল্লাহ অন্যান্য নদীর সমস্যা সমাধান করতে পারবো’। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর ৩৪ তম জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান মন্ত্রী এ কথা বলেন । ২৬-২৯ শে ডিসেম্বর পর্যন্ত ৪দিন ব্যাপী এই সম্মেলনে অতিথিদের মধ্যে আরো উপত্থিত হবেন ঞসাইন মু: এরশাদ , বেগম খালেদা জিয়া , আব্দুল হামিদ এড. প্রমুখ।

সচল নদী - সচল অর্থনীতি এই স্লোগান কে সামনে রেখে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ৩৪ তম কাউন্সিল বাস্তবায়ন করছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.