তিস্তা নদীর পানি বণ্টন সম্পর্কে একটা সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরে দু'দিনের সফরে নির্বাচনী এলাকা পীরগঞ্জে যাওয়ার আগে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, 'তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও সীমানা নিয়ে ভারতের সঙ্গে যে অমীমাংসিত সমস্যা রয়েছে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি ভারত সফরে গিয়ে এসব সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করছি তিস্তা নদীর পানি বণ্টন সম্পর্কে একটা সমাধান হয়ে যাবে।
'
শিরীন শারমিন দাবি করেন, 'বর্তমানে জাতীয় সংসদ কার্যকরভাবে চলছে। বিরোধীদল সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। সে কারণে এটা বিরোধীদল বিহীন সংসদ বলা ঠিক হবে না। সংসদে বিরোধীদল হিসেবে জাতীয় পার্টি ৩৩টিতে জয়ী হয়ে বিরোধীদলের ভূমিকা পালন করছে। সেই সঙ্গে ১৬ জন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন।
’
রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি পাইপ লাইন স্থাপন করে গ্যাস সরবরাহ করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।
রংপুর-৬ (পীরগঞ্জ) নির্বাচনী এলাকা সফর করতেই দু'দিনের জন্য রংপুরে এসেছেন উল্লেখ করে স্পিকার তার নির্বাচনী এলাকাসহ রংপুরের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
এর আগে তিনি সার্কিট হাউজে এসে পৌঁছলে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।