আিম স্কুল জীবন েথেক িলিখ
শহীদুল ইসলাম প্রামানিক
পশু-পাখীর দরবার হলে
সিংহ রাজা বসা
কথায় কথায় দিচ্ছে ধমক
নাস্তানাবুদ দশা।
বলছে বিড়াল বিনয় সুরে
দিয়ে নমস্কার
অমনি রাজা খেকখেকিয়ে
করল তিরস্কার।
ধূর্ত শেয়াল তোয়াজ করে
ছালাম দিল যেই
ধমক খেয়ে চমকে উঠে
শেয়াল নিমেষেই।
চোখ রাঙিয়ে বলল রাজা,
‘উত্তম ভাষা চাই,
উজির নাজির কারো মাঝেই
সেই ভাষাটা নাই’।
রাজার কথায় পশু সকল
চেষ্টা করল কত
ভদ্র ভাষা বলার পরেও
খিস্তি খেউর তত।
এসব দেখে খেউ খেউ করে
কুকুর দিল গালি
অমনি রাজা খুশির চোটে
দিল যে হাততালি।
বলল হেসে সিংহ রাজা,
‘এইটা হলো খাসা,
পরিবেশ বুঝে গাল দেয়াটা
সেটাও উত্তম ভাষা’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।