আমাদের কথা খুঁজে নিন

   

প্রিন্স অব পারসিয়া গেমটি খেলেছেন তো? এইবার মুভি দেখার জন্য তৈরি হোন

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
ছুডুবেলায় ডস মুড আর উইন্ডোজ ৩.১ এ দুইটা গেমই খেলতে পারতাম প‌্যাকমান আর প্রিন্স অব পারসিয়া। সময়ের বিবর্তনে দুটো গেমেরই নানা উন্নত ভার্সণ বের হয়েছে পরে.. পারস্যের এই প্রিন্স আসছে আগামী সামারের মুভি Prince of Persia: The Sands of Time তে...নাম ভূমিকায় (প্রিন্স দাস্তান) আছেন জ্যাক গাইনেলহাল..ভিলেনের চরিত্রে আছে আমার প্রিয় এক অভিনেতা বেন কিংসলে (নিজাম চরিত্রে).ট্রেইলারটা আগেই দেখেছিলাম...কিন্তু সেইদিন এভাটার দেখার আগে থিয়েটারে ট্রেইলার দেখে মনে হলো জম্পেশ কিছু হবে! মুভিটা আসবে মে'র শেষে... ট্রেইলারঃ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.